Aadhaar Card Update: ১৪ জুনের পর বন্ধ হয়ে যাবে আধার কার্ড? হাতে সময় থাকে ডেকেহয়ে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড (Aadhaar Card)। প্রায় প্রত্যেকটি অফিসিয়াল কাজের ক্ষেত্রেই এই নথিটি প্রয়োজন হয়ে থাকে। পাশাপাশি পরিচয় পত্রের নথি বা ভারতীয় নাগরিকত্ব হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে। তাই আধার কার্ড সুরক্ষিত ও সঠিক রাখা আমাদের প্রত্যেক নাগরিকের জন্য অবশ্য কর্তব্য।

সম্প্রতি একটি তথ্য অনেক ভাইরাল হয়েছে যে আধার কার্ড (Aadhaar Card) ১০ বছরের পুরনো হয়ে গেলে সেটি বাতিল বলে গণ্য করা হবে। তবে ইউআইডিএআই (UIDAI)-এর পক্ষ থেকে এই বিষয়ে কী জানিয়েছে। আদৌ কী ভাইরাল হওয়া কথাটি সত্যি? নাকি সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে।

আধার কর্তৃপক্ষ এই সম্পর্কে স্পষ্ট জানিয়েছে যে ভাইরাল হওয়া এই সমস্ত তথ্য গুলি সম্পূর্ণ মিথ্যা। UIDAI স্পষ্ট জানিয়েছে কারো কাছে যদি ১০ বছরের পুরনো আধার কার্ড (Aadhaar Card) থাকে তাহলে সেটি বন্ধ করা হবে না। তবে যাদের আধার কার্ডে (Aadhaar Card) কিছু ভুল রয়েছে তাদের ১৪ জুন ২০২৪ তারিখের আগে সেই ভুল সংশোধন করতে বলা হয়েছে।

আরও পড়ুন: SIM Card Rules: আপনার আধার কার্ডে একাধিক সিম কার্ড তুলেছেন? বিপদে পড়তে পারেন এই নিয়ম না জানলে

আধার কার্ড আপডেট করবেন কীভাবে?

১) এর জন্য প্রথমে আপনাকে UIDAI এর Self Service পোর্টালে যেতে হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

২) তারপর লগইন অফসানে ক্লিক করে লগইন করতে হবে।

৩) আধার কার্ড নম্বর লেখার জন্য একটি ফাঁকা জায়গা থাকবে সেখানে আধার নম্বর লিখতে হবে।

৪) এরপর Send OTP তে ক্লিক করতে হবে।

৫) আপনার যে নম্বরটি আধার কার্ডের সঙ্গে নিবন্ধন করা আছে সেই নম্বরে একটি ওটিপি আসবে, সেটিং নির্দিষ্ট জায়গায় লিখতে হবে।

৬) সেখান থেকে Service Tab এর মধ্যে থাকা Update Aadhaar Online অপশনে ক্লিক করতে হবে।

৭) তারপর Proceed to Update Aadhar অফসানে ক্লিক করে আপনি যে তথ্যগুলো ঠিক করতে চান সেগুলি ঠিক করতে হবে।

৮) ঠিক করা হয়ে গেলে সমস্ত তথ্য পুনরায় একবার যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে।

অনলাইনে আধার তথ্য সংশোধন করতে গিয়ে যদি কারো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অফলাইনে আধার সংশোধন করা যাবে। তবে তার জন্য আপনাকে নিকটবর্তী আঁধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে। আধার সংশোধন করার শেষ তারিখ হল ১৪ জুন পর্যন্ত। এই নির্দিষ্ট তারিখের মধ্যে আধার তথ্য সংশোধন করলে বিনামূল্যে পাওয়া যাবে কিন্তু এরপরে টাকা দিয়ে করতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন