WB HS Result 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে বড়ো খবর সামনে এলো! জানুন বিস্তারিত
HS Result 2025: চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। ১৫ দিনেরও বেশি সময় ধরে চলা এই পরীক্ষার পর এবার ফলপ্রকাশের অপেক্ষা। সংসদের তরফে জানানো হয়েছে, কবে প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের ফলাফল।
এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে। অর্থাৎ, বছরে দুইবার পরীক্ষা হবে। সেই হিসেবে এই বছরই ছিল পুরনো নিয়মে শেষ পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। তিনি বলেন, “মে মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে, তবে নির্দিষ্ট তারিখ এখনই বলা সম্ভব নয়।”
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে
এবার পরীক্ষার্থীর সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমেছে। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় প্রায় ২ লক্ষ ৮০ হাজার কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দিয়েছে। এছাড়াও, রেজিস্ট্রেশন করলেও প্রায় ৫৫ হাজার পড়ুয়া পরীক্ষায় বসেনি।
PM Surya Ghar Muft Bijli Yojna: বিনামূল্যে বিদ্যুৎ দেবে সরকার! জানুন কীভাবে আবেদন করবেন
গত বছর যেখানে প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, এবার সেই সংখ্যা নেমে এসেছে ৫ লক্ষ ৯ হাজারে। সাম্প্রতিক ইতিহাসে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা এতটা কমার ঘটনা নজিরবিহীন। সংসদের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার ছাত্রছাত্রী পাশ করেছিল, তাই এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমার এটিও একটি কারণ।
প্রশ্নপত্র ফাঁস নিয়ে সাইবার ক্রাইম পুলিশের অভিযান
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অভিযোগের ভিত্তিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা শ্রীমন্ত গড়াই এবং অপরজন মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা আলফাজ শেখ।
পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, একটি চক্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিল। অভিযানে ২,৫০০-এর বেশি প্রিঅ্যাক্টিভেটেড সিমকার্ড, ৬৫টি কিপ্যাড মোবাইল এবং ৯টি অ্যান্ড্রয়েড ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া শ্রীমন্ত গড়াই জেরায় তার অপরাধ স্বীকার করেছে।
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ সংক্রান্ত আরও তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।