SIM Card Rules: আপনার আধার কার্ডে একাধিক সিম কার্ড তুলেছেন? বিপদে পড়তে পারেন এই নিয়ম না জানলে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Sim Card Rules: অনেক মোবাইল ব্যবহারকারী একাধিক সিমকার্ড ব্যবহার করে থাকেন। তারা অনেকেই জানেন না যে একটি আধার কার্ড ব্যবহার করে সর্বাধিক কটি সিম কার্ড তোলা যায়। একটি আধার কার্ড (Aadhaar Card) থেকে প্রচুর সিম কার্ড (Sim Card) তুললে নানাবিধ সমস্যার মুখে পড়তে হবে ব্যবহারকারীকে। একটি আধার কার্ডের মাধ্যমে সর্বাধিক কতগুলি সিম তুলতে পারবেন কিংবা কতগুলি সিমকার্ড আপনার নামে আছে কীভাবে সেটা জানবেন, এই বিষয়গুলি জানতে হলে আজকের প্রতিবেদনটি ফলো করুন।

অতিরিক্ত সিম কার্ড তোলা আইনি সমস্যার কারণ

বর্তমানে আধার কার্ড ছাড়া মোবাইলের সিম কার্ড (SIM Card) তোলা যায় না। এই আধার কার্ডের মাধ্যমে সর্বাধিক কতগুলি সিম তোলা যাবে তার সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট সীমা আছে। এই নির্ধারিত সীমার অতিরিক্ত সিম কার্ড রাখলে আইনি সমস্যায় পড়বেন ব্যবহারকারী।

সিম কার্ড সংখ্যার সর্বোচ্চ সীমা

কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী একটি আধার কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৭টি সিম কার্ড কেনা যেতে পারে। তবে মেশিন টু মেশিন (M2M) পরিষেবার জন্য এই সংখ্যা 18 হতে পারে। M2M পরিষেবা সাধারণত ডিভাইসগুলি যুক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যেই থাকে স্মার্ট হোম ডিভাইস এবং যানবাহনে ব্যবহৃত IoT সিস্টেমগুলি।

সর্বোচ্চ সীমার বেশি সিম কার্ড কেনার সমস্যা

একটি আধার কার্ড দ্বারা ব্যবহারকারী যদি ৭টির বেশি সিম কার্ড কিনে থাকেন কিংবা উপযুক্ত কারণ ছাড়া ব্যবহার করে থাকেন তবে যে যে সমস্যার সৃষ্টি হতে পারে সেগুলি হল-

i) সিম কার্ড ব্লক

ব্যবহারকারীর উপযুক্ত কারণ ছাড়া ব্যবহৃত অতিরিক্ত সিম কার্ডগুলি ব্লক করা হতে পারে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ii) অপরাধমূলক কার্যকলাপ

একাধিক সিম কার্ডের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে সাইবার অপরাধ, প্রতারণা সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে ব্যবহৃত হতে পারে। তাই প্রয়োজন অতিরিক্ত সিম কার্ডের ব্যবহার আপনার ক্ষতির কারণ হতে পারে।

iii) শাস্তিমূলক ব্যবস্থা

কারোর নামে রেজিস্টার্ড সিম কার্ড বেআইনি অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত হলে কঠোর শাস্তি পেতে পারেন ব্যবহারকারী।

সিম কার্ড সংখ্যা চেক করার উপায়?

একজন ব্যবহারকারীর নামে কতগুলি সিম কার্ড তোলা হয়েছে সেই সম্পর্কে ব্যবহারকারীকে অবহিত করতে কেন্দ্রীয় সরকার TAFCOP (টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন) পোর্টালটি চালু করেছে।

  • প্রথমে ব্যক্তিকে TAFCOP ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে ব্যক্তির মোবাইল নম্বরটি দিতে হবে।
  • এরপর একটি OTP ব্যক্তির মোবাইলে আসবে। সেই OTP যাচাইয়ের পর ব্যক্তির নামে তোলা সমস্ত সিম কার্ডের সংখ্যা পাওয়া যাবে।

আধার কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক সিম তোলার কারণই হল ব্যক্তি ও দেশের নিরপত্তা বজায় রাখা। অতিরিক্ত সিম কার্ড একদিকে ব্যক্তির বিপদ বৃদ্ধি করে, তেমনই দেশের বিপদও ডেকে আনে। তাই অতিরিক্ত সিম কার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন।