HS Result 2024 Link: প্রকাশ হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে চেক করবেন? রইল পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (WBCHSE Result 2024) প্রকাশের তারিখ ইতিমধ্যে ঘোষনা করা হয়েছে। রেজাল্ট হবে মে মাসের ৮ তারিখে। তবে ঐদিন মার্কসিটসার্টিফিকেট দেওয়া হবে না। পড়ুয়ারা এইগুলি পাবে তাদের নিজস্ব স্কুল থেকে ফল প্রকাশের দুই সপ্তাহ পরে।

আগামী ৮ মে তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (WBCHSE Result 2024) দেখা যাবে wbresults.nic.in বা wbchse.wb.gov.in- এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে। পড়ুয়ারা চাইলে তাদের অস্থায়ী মার্কসিট এখান থেকেই ডাউনলোড করে নিতে পারে।

শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ফল প্রকাশের পর তারা দুই সপ্তাহ পরে নিজেদের স্কুল থেকে মার্কশিটসার্টিফিকেট পেয়ে যাবে।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (WBCHSE Result 2024) দেখা যাবে নিম্নলিখিত পদ্ধতিতে-

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে পারবে wbresults.nic.in বা wbchse.wb.gov.in– এ দুটি অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে মার্কসিট ডাউনলোডও করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিম্নলিখিত পদ্ধতিতে রেজাল্ট দেখা যাবে-

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

১) রেজাল্ট দেখার জন্য নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর স্ক্রিনে ‘West Bengal Higher Secondary Examination Result 2024’ লেখাটি দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।

৩) সেখানে রোল নম্বর ও একাধিক তথ্য লেখার জন্য ফাঁকা জায়গা দেখা যাবে।

৪) পড়ুয়াদের প্রয়োজনীয় একাধিক তথ্য লিখে ঐ ফাঁকা ঘর গুলি পূরণ করে Submit অপশনে ক্লিক করতে হবে।

৫) এতে মার্কসিট স্ক্রিনে দেখা যাবে। পাশে ডাউনলোডের একটি অপশন দেখা যাবে প্রয়োজন অনুযায়ী মার্কসিট সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

ওয়েবসাইটে না দেখে SMS-এর মাধ্যমেও রেজাল্ট দেখা যাবে নিম্নলিখিত পদ্ধতিতে-

১) আপনার ফোনের মেসেজ বক্সে গিয়ে টাইপ করতে হবে ‘WB12 (Roll number)’

২) তারপর এই মেসেজটি পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে।

৩) আপনার মেসেজ সেন্ড করার কিছুক্ষণ পরেই এসএমএসের মাধ্যমে নম্বর জানা যাবে। আপনি চাইলে প্রয়োজনে সেটি স্ক্রিনশট করে রাখতে পারেন।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন