Medicine Alert: ওষুধের পাতার পিছনে লাল দাগ থাকে, এর কারণ কি বিপদ সংকেত?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

দৈনন্দিন জীবনে আমাদের সকলেরই কমবেশি ওষুধের প্রয়োজন হয়। অনেক সময় ছোটখাটো অসুস্থতার জন্য আমরা নিজেরাই মেডিসিনের দোকান থেকে ওষুধ কিনে খাই। তবে সকল ওষুধ এইভাবে কিনে খাওয়া উচিত নয়।

ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোন ওষুধগুলি নিজে থেকে কিনে খাওয়া উচিত নয়, সেই সংকেতও ওষুধের পিছনে দেওয়া থাকে। এমন অনেক ওষুধ পাতা রয়েছে যার পিছনে লাল দাগ চিহ্নিত থাকে। কিন্তু কেনো এই লাল দাগ ভেবেছেন কখনোও?

সাধারণত লাল রং বিপদ সংকেতের বার্তা প্রেরণ করা। সেজন্য যে সমস্ত ওষুধের পাতার পিছনে লাল দাগ দেওয়া থাকে সেই ওষুধগুলি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া অনুচিত। এমন অনেক মানুষ রয়েছেন যারা এই দাগটিকে খেয়াল না করেই অ্যান্টিবায়োটিক-সহ বিভিন্ন ওষুধ কিনে খেয়ে থাকেন। তবে এটা থেকে সাবধান।

একাধিক ওষুধের পাতাতে আবার RX, NRX, XRXO লেখা থাকে। এর মানে হল ডাক্তারের প্রেসক্রিপশনে উল্লেখিত না থাকলে এগুলি খাওয়া অনুচিত। তাই নিজে থেকে যদি এই ধরনের ওষুধ কিনে খান তবে হতে বিপদ।

আরও পড়ুন: শীঘ্রই আধার কার্ডে এই ২টি ডকুমেন্ট আপলোড করুন! হাতে সময় কম, রইলো পদ্ধতি!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

সেজন্য যে সমস্ত ওষুধে লাল দাগ, RX, NRX, XRXO লেখা রয়েছে সেগুলি ডাক্তারের প্রেসক্রিপশনে না থাকলে খাওয়া একদমই অনুচিত। মেডিসিনের দোকানদারদের তাই ওই ওষুধগুলি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা একদমই উচিত নয়।

আরও পড়ুন: শীঘ্রই আধার কার্ডে এই ২টি ডকুমেন্ট আপলোড করুন! হাতে সময় কম, রইলো পদ্ধতি!

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: স্কুলের পড়ুয়াদের ট্যাব কিনতে টাকা দেওয়া হবে! কত টাকা? বিজ্ঞপ্তিতে জানাল রাজ্য সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *