Money Making Tips: আপনার টাকা ‘ডবল’ হয়ে যাবে এখানে রাখলেই! প্রকল্পের সুবিধা নিতে জেনে নিন
Money Making Tips: পোস্ট অফিসের (Post Office) একাধিক স্কিম নিশ্চিত রিটার্নের সঙ্গে সঠিক নিরাপত্তা দেয়। তাই মানুষ এখন ব্যাংকে টাকা রাখার পাশাপাশি পোস্ট অফিসেও টাকা রাখেন। স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদি পোস্ট অফিসে সব রকমেরই স্কিম রয়েছে যেখানে টাকা রেখে সুদ সহ মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। পোস্ট অফিসের এমন একটি জনপ্রিয় ও উল্লেখযোগ্য স্কিম হলো পোস্ট অফিস কিষান বিকাশ পত্র স্কিম (Post Office Kisan Vikash Patra Scheme)। এখানে টাকা রাখলে নির্দিষ্ট একটি সময়ের পর তা দ্বিগুণ হয়ে যায়।
আপনি যদি চান এই স্কিমে সিঙ্গেল অথবা জয়েন্ট যেকোনো অ্যাকাউন্ট খুলতে পারেন। একাউন্ট খোলার জন্য আপনাকে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই স্কিমে বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীর বয়স ১০ বছর হতে হবে।
ন্যূনতম ১০০০ টাকা থেকে এই স্কিমে বিনিয়োগ করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমারেখা নেই আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন।
সরকার বর্তমানে এই স্কিমের উপর ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এই স্কিমে টাকা রাখার ১১৫ মাসের পরে তা দ্বিগুণ হয়ে ফিরে আসে। অর্থাৎ হিসেব অনুযায়ী আপনি যদি এই স্কিমে এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ১১৫ মাস পরে সেটি ২ লক্ষ টাকা হয়ে যাবে। একইভাবে আপনি যদি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে নির্দিষ্ট সময় পরে সেটি ২০ লক্ষ টাকা হয়ে যাবে।
আরও পড়ুন: Online Payment: বদলে গেল Google Pay, PhonePe-র নিয়ম! RBI-র নিয়মে অনেক ফায়দা হবে গ্রাহকদের
কেন্দ্রীয় সরকার (Central Government) এই স্কিমের তত্ত্বাবধানে রয়েছে তাই ঝুঁকির কোনো রকম সম্ভাবনা নেই। এই স্কিমে টাকা বিনিয়োগ করলেও মোটা টাকা অর্থ প্রাপ্তির সঙ্গে সঙ্গে আরও একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যায়। এই স্কিমে বিনিয়োগ করলে আপনি লোনের (Loan) সুবিধা পাবেন।