West Bengal SSC Recruitment Verdict: ১২% সুদ হিসেবে SSC-তে ভুয়ো চাকরি প্রাপকদের ঠিক কত টাকা ফেরাতে হবে?
West Bengal SSC Recruitment Verdict: কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)-এর তরফ থেকে এসএসসির ২০১৬ সালের বিতর্কিত প্যানেল বাতিল করা হল। এতে বাতিল হল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। সঙ্গে আদালতের তরফ থেকে আরও নির্দেশিকা জারি করা হয়েছে যে আগামী চার সপ্তাহের মধ্যে সুদ সহ সমস্ত বেতনের টাকা ওইসব চাকরি হারা শিক্ষকদের ফিরিয়ে দিতে হবে। বার্ষিক ১২ শতাংশ হারে সুদ সমেত বেতন পরিশোধ করতে হবে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে বিচারপতি বসাক এমন নির্দেশিকা জারি করলেন।
২০১৬ সালের বিতর্কিত গোটা প্যানেলই বাতিল করা হয়েছে। এতে মোট চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। তবে সোমা দাস নামে এক চাকরিপ্রাপকের চাকরি বাতিল করা হবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বর্তমানে ওই মহিলা ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাই এই বিষয়টি মাথায় রেখে আদালত তার প্রতি মানবিক হয়েছেন।
বাকি চাকরি হারাদের প্রত্যেককে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ সমেত সমস্ত বেতনের টাকা পরিশোধ করতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে। বেতনের সমস্ত টাকা ডিআই (DI) এবং জেলাশাসকের হাত দিয়ে দিতে হবে। এর সঙ্গে সঙ্গে সিবিআই (CBI) এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালিয়ে যাবে। তদন্তে যদি কোন দুর্নীতিগ্রস্ত ধরা পড়ে তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের হেফাজতে নিতে পারবে।
আইনজীবী বসাক জানান যে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। মাইনে পাওয়া সকলকে চার সপ্তাহের মধ্যে শোধ সহ সমস্ত টাকা ফেরত দিতে হবে। এই ব্যাপারে ডিএম-কেও নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইএল-এর তরফ থেকে ডিএমকে (DM) এই বিষয়টি অবগত করানো হবে। কে কত টাকা ফেরত দেবে তা তাদের চাকরির মেয়াদ ও বেতনের উপর নির্ভর করছে।
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Lok Sabha Election 2024: ভোটার কার্ড থাকলেও আপনি ভোট দিতে পারবেন না! কারণ জেনে নিন