১২ পাশ হলেই চাকরির সুযোগ! ৩০,০০০ বেতনের কাজের অফার মোদী সরকারের
বেকার চাকরী প্রার্থীদের জন্য সুখবর। আপনি যদি হয়ে থাকবেন উচ্চমাধ্যমিক পাশ এবং একটি ভালো চাকরির সন্ধান করে থাকেন তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। ভারত সরকারের (Central Government) স্বাস্থ্য মন্ত্রক-এর তরফ থেকে চালু হওয়া আয়ুষ্মান মিত্র প্রকল্প (Ayushman Mitra Yojana) সম্পর্কিত বিস্তারিত তথ্য জানুন।
আপনি যদি একজন উচ্চমাধ্যমিক পাশ (HS) বেকার হয়ে থাকবে তবে উক্ত প্রকল্পের অধীনে আপনি মাসে মাসে পেতে পারেন ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (Pradhan Mantri Jono Arogya Yojana) আওতায় ভারত সরকার (Government of India) আয়ুষ্মান কার্ড (Ayushman Card) প্রস্তুত করে। উক্ত কার্ডটি আয়ুষ্মান মিত্র এবং দেশ ব্যাপী কমন সার্ভিস সেন্টারের (CSC) মাধ্যমে প্রস্তুত করা হয়।
আয়ুষ্মান মিত্র (Ayushman Mitra) কর্মীদের কাজ হল স্বাস্থ্য সুবিধা পাওয়া পরিবার গুলি উক্ত প্রকল্পের অধীনে আসার জন্য সাহায্য করা এবং উক্ত প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্য জানানো। উক্ত কাজের জন্য কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যুব সম্প্রদায়কে দায়িত্বে বহাল করা হবে। ঠিক মত আবেদন পত্র জমা দিয়ে নিয়োগ হওয়ার পর প্রার্থীকে মাসে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা অবধি বেতন দেওয়া হবে। আয়ুষ্মান কার্ড প্রস্তুত করতে যে সকল সমস্যার সৃষ্টি হবে সেগুলি সমাধান করবেন আয়ুষ্মান মিত্রে নিয়োগ করা কর্মীরা।
কি কি তথ্য লাগবে?
আধার কার্ড (Aadhar Card)
ভোটার কার্ড (Voter Card)
প্যান কার্ড (PAN Card)
ব্যাংক পাসবুক (Bank Account)
আবাসিক শংসাপত্র (Residential Certificate)
আয় শংসাপত্র (Income Certificate)
১২ তম মার্কশীট (HS Result)
১০ তম মার্কশীট (Madhyamik Result)
পাসপোর্ট সাইজ ছবি (Photocopy)
মোবাইল নম্বর (Mobile Number)
ইমেইল আইডি (E-mail ID)
আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত
আবেদন প্রক্রিয়া (Application Process):
১. প্রথমে আপনি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অফিসিয়াল ওয়েবসাইট লগইন করুন।
২. এরপর সেখানে আয়ুষ্মান মিত্রের আবেদন বা application অপশনটি ক্লিক করুন।
৩. সতর্কতার সহিত সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন (Registration) করুন।
৪. রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড (Password) দিয়ে লগইন করুন।
৫. এরপর আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে। সেই ফর্মটি সতর্কতার সহিত সমস্ত তথ্য দিয়ে পূরণ করুন।
৬. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করুন।
৭. এরপর আবেদন পত্রটি জমা দেওয়ার জন্য সাবমিট (Submit) অপশনে ক্লিক করুন।
৮. সবশেষে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট (Print Out) নিজের কাছে রাখুন।
আরও পড়ুন: ১ লক্ষ টাকা দিচ্ছে SBI, ৫ মিনিটেই ঢুকবে অ্যাকাউন্টে! আবেদন পদ্ধতি জেনে নিন