১৯ লাখ টাকা রিটার্ন পাবেন মাত্র ৫০,০০০ টাকা SBI-এর এই স্কিমে বিনিয়োগ করে
বর্তমানে একাধিক মানুষ মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করেন। তবে এমন অনেক মানুষ আছেন যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা সত্ত্বেও স্কলিমলি আইয়ের সম্পর্কে জানেন না। উক্ত স্কিমে সেভিংসের ৫ গুণ অর্থ ফেরত পেতে পারেন। সরকারি স্কিম বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৩ গুণ অর্থ ফেরত পেতে পারেন।
এই স্কিমটি পরিচিত ‘SBI লাম্পসাম প্ল্যান‘ নামে। উক্ত স্কিমে একবারে পুরো টাকাটা বিনিয়োগ করতে হবে বিনিয়োগকারীদের। বিনিয়োগকারী যদি ২৫ হাজার, ৫০ হাজার বা ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে চাই তবে তাকে একবারে পুরো টাকাটাই বিনিয়োগ করতে হবে। আজকের এই প্রতিবেদনে জেনে নিন আপনি যদি ৫০ হাজার টাকা এই স্কিমে বিনিয়োগ করেন তবে কত লাভ্যাংশ পাবেন।
তবে এটি জানার আগে SBI ফান্ড স্কিম সম্পর্কে কিছু তথ্য জানুন। আপনি যদি SBI-এর SIP প্ল্যানে বিনিয়োগ করতে চান তবে SBI মিউচুয়াল ফান্ড স্কিম সম্পর্কে সম্পূন্ন তথ্য জানুন।
SBI লাম্পসাম মিউচুয়াল স্কিমের সম্পূর্ণ নাম হল-SBI ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ডাইরেক্ট গ্রোথ প্ল্যান। দেশের পরিকাঠামো উন্নতির দিকে বিশেষ ভাবে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government Of India)। দেশের বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে জাতীয় সড়ক, বৃহৎ বিমানবন্দর এবং রেলওয়ে। এই অবস্থায় বড় কোম্পানিতে অবকাঠামো খাতে যদি কোন বিনিয়োগকার বিনিয়োগ করেন তবে সে হতে পারেন লাভবান।
আরও পড়ুন👉: ৬,০০০ শূন্যপদে টাটা কোম্পানিতে কর্মী নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন (TATA Recruitment 2024)
SBI লাম্পসাম প্ল্যানে বিনিয়োগ করেন একাধিক বড় সংস্থা যেমন- লার্সেন অ্যান্ড টুবরো লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শ্রী সিমেন্ট লিমিটেড, আল্ট্রা টেক সিমেন্টের মতো একাধিক কোম্পানি। SBI ২০১৩ সালে এই স্কীমটি লঞ্চ করেন অর্থাৎ ১০ বছরের অধিক সময় ধরে চলছে এই প্ল্যানটি।
কত টাকা বিনিয়োগ করতে পারবেন এই স্কিমে?
আপনি সর্বনিম্ন ৫০০০ টাকা থেকে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। সর্বাধিক বিনিয়োগের কোনো সীমা নির্ধারিত নেই অর্থাৎ আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন। উক্ত স্কিমে বিনিয়োগ করে বিগত ১ বছরে বিনিয়োগকারীরা ৫৭.১৩ শতাংশ অর্থ ফেরত পেয়েছেন। বিনিয়োগকারীরা ৩ বছরে বিনিয়োগে অর্থ ফেরত পেয়েছেন ২৯.৯৩ শতাংশ এবং ৫ বছরে বিনিয়োগে অর্থ রিটার্ন পেয়েছেন ২৪.৫ শতাংশ।
আরও পড়ুন👉: রাজ্যে ৬,০০০-এর বেশি শূন্যপদে নিয়োগ চলছে! বিস্তারিত জেনে শীঘ্রই আবেদন করুন
এই স্কিমে ৫০ হাজার টাকা বিনিয়োগ করলে কত টাকা ফেরত পাবেন?
উক্ত স্কিমে যদি ২০ শতাংশ গড় রিটার্ন প্রদান করে তবে ৫ বছরে ৫০ হাজার টাকা থেকে আপনি অর্থ ফেরত পাবেন ১,২৪,৫১৬ টাকা। একই হারে ১০ বছরে আপনি পাবেন ৩,০৯,৫৮৭ টাকা। একই হারে ১৫ বছরে অর্থ ফেরত পাবেন ৭,৭০,৩৫১ টাকা এবং ২০ বছরে অর্থ রিটার্ন পাবেন ১৯,১৬,৮৮০ টাকা।