LIC Policy: খুলে যাবে ভাগ্যের দ্বার! ২৯ টাকা ৪ লক্ষ টাকা হয়ে ফিরবে LIC-এর এই পলিসিতে
(১/৬) LIC Policy: বর্তমানে অন্যতম জনপ্রিয় ইনস্যুরেন্স সংস্থা LIC একাধিক নতুন নতুন পলিসি নিয়ে আসেন মানুষের জন্য। বাচ্চা থেকে মহিলা, পুরুষ নির্বিশেষে সকলের জন্য রয়েছে একাধিক পলিসি। সাধারত LIC দীর্ঘ মেয়াদী বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্নের ভরসাযুক্ত সুরক্ষিত বিনিয়োগ মাধ্যম। LIC মেয়াদ শেষে আপনি পেতে পারেন মোটা অঙ্কের অর্থ।
(২/৬) LIC এবার নিয়ে এলো একটি চমকপ্রদ প্ল্যান। জানুন বিস্তারিত। ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের তরফ থেকে LIC আধার শীলা যোজনা নামক একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পটি মহিলাদের জন্য বিশেষভাবে লাভজনক প্রতিপন্ন হবে। এই বিনিয়োগ মাধ্যমটি ভোক্তাদের বিভিন্ন আর্থিক চাহিদা পূরণে সক্ষম। LIC আধার শিলা যোজনার বিস্তারিত তথ্য জানুন।
(৩/৬) প্রথমেই জেনে নিন LIC আধার শীলা যোজনায় কত অর্থ বিনিয়োগ করলে কত ফেরত পাবেন। ধরুন আপনি একজন ৩০ বয়সী ব্যক্তি। আপনি যদি ২০ বছরের জন্য প্রত্যহ ২৯ টাকা জমা করেন তবে একবছর শেষে আপনার জমাকৃত অর্থের পরিমাণ হবে ১০,৯৫৯ টাকা। এই বিনিয়োগে আপনি পাবেন ৪.৫ শতাংশ সুদের হার। পরের বছর আপনার জমা করা অর্থরাশির পরিমাণ হবে ১০,৭২৩ টাকা। এই প্রকল্পের মাধ্যমে আপনি প্রত্যহ ২৯ টাকা বিনিয়োগ করে ৪ লক্ষ টাকা অবধি জমা করতে পারবেন।
(৪/৬) LIC আধার শীল স্কিমে বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে আপনি ৭৫,০০০ টাকা থেকে ৩ লক্ষ টাকা অবধি বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পের অধীনে আপনি সবথেকে কম ১০ বছর এবং সবথেকে বেশি ২০ বছরের জন্য আপনি বিনিয়োগ করতে পারবেন।
আরও পড়ুন: Business Idea: ৮০ হাজার টাকা মাসে কামাবেন এই ব্যবসা শুরু করে! ভারতীয় রেল দিচ্ছে দারুণ সুযোগ
(৫/৬) LIC আধার শীলা স্কিমে আপনি ৭০ বছর বয়স অবধি বিনিয়োগে নিশ্চিত অর্থ ফেরত পাবেন। আপনি উক্ত স্কিমের আওতায় প্রিমিয়াম পেমেন্টগুলি মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে জমা করতে পারবেন। যেটি বিনিয়োগকারীদের পক্ষে বেশ সুবিধাজনক।
(৬/৬) LIC আধার শীল স্কিমের লক্ষ্য হল ৮ বছর থেকে ৫৫ বছর বয়সী মহিলা বিনিয়োগকারীদের জন্য একটি সাবলীল এবং সহায়ক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা। মহিলাদের আর্থিক উন্নয়নই হল এই প্রকল্পে উদ্দ্যেশ্য।