৩ কোটি টাকার সুবিধা বিনামূল্যে পাবেন ATM কার্ডের মাধ্যমে, অনেক মানুষই জানেন না

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এমন অনেক মানুষ রয়েছেন যারা ইনস্যুরেন্স পলিসিতে বিনিয়োগ করে থাকেন। তবে এই ইন্সুরেন্সে বিনিয়োগ করতে গেলে আবার প্রিমিয়ামের ঝামেলায় পড়তে হয়। তবে আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের এমন এক ইন্সুরেন্সের ব্যাপারে জানাবো যেখানে কোনরকম প্রিমিয়াম দেওয়ার প্রয়োজন হয় না। আপনার ডেবিট কার্ডের (Debit card) মাধ্যমেই এই সুবিধাটি পেতে পারেন। তবে সেটি কীভাবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

এমন অনেক ডেবিট কার্ড (Debit card) রয়েছে যেখান থেকে ৩ কোটি টাকা পর্যন্ত ফ্রি অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স কভারেজ (Accidental Insurance Coverage) প্রদান করা হয়। এর মধ্যে বড় সুবিধাটি হল এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহককে কোনরকম প্রিমিয়াম জমা করতে হয় না। কোন অতিরিক্ত নথিও লাগে না। তবে এই ফ্রি ইনস্যুরেন্স কভারেজ পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। শর্ত গুলি হল নিম্নরূপ-

১) ফ্রি ইনসিওরেন্স কভারেজ পেতে হলে আপনাকে নির্দিষ্ট সময়কালের জন্য ডেবিট কার্ড (Debit card) ব্যবহার করে আর্থিক লেনদেন করতে হবে।

২) ডেবিট কার্ডের মাধ্যমে এই যে ফ্রি এক্সিডেন্টাল ইনস্যুরেন্স সুবিধা পাওয়া যায় এটি বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে মানদন্ড বিভিন্ন রকম হয়ে থাকে। তবে ব্যাংকের মানদন্ড যেমনই হোক না কেন আপনাকে কিছু সময়ের জন্য ডেবিট কার্ডের মাধ্যমে টাকা লেনদেন করতেই হবে।

উদাহরণস্বরূপ ধরা যাক HDFC ব্যাংকের মিলেনিয়া ডেবিট কার্ড আন্তর্জাতিক বিমান ভ্রমণের জন্য ১ কোটি টাকা এবং দেশীয় ভ্রমণের জন্য ৫ লক্ষ টাকা ফ্রি ইনস্যুরেন্স কভারেজ প্রদান করে। আপনি যদি এই কার্ড থেকে ইনস্যুরেন্স পলিসি সক্রিয় করতে চান তাহলে আপনাকে ৩০ দিনের মধ্যে অন্তত একবার আর্থিক লেনদেন করতে হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আবার ধরা যাক কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্লাসিক ডেবিট কার্ডের ক্ষেত্রে গ্রাহককে গত ৩০ দিনের মধ্যে টাকা লেনদেন করতে হবে। সেক্ষেত্রে আপনি কমপক্ষে ৫০০ টাকার দুটো লেনদেন করতে পারেন। তবে বিভিন্ন ব্যাংকের এই UPI লেনদেনগুলি সাধারণত ইনস্যুরেন্স কভারেজের জন্য সঠিক নয়। এর মধ্য থেকে ইনস্যুরেন্স কভারেজের  পয়েন্ট অফ সেল (POS) লেনদেন বা ই-কমার্স অনলাইন লেনদেনগুলি সঠিক রয়েছে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন