১০০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে এই ৩ Mutual Fund, দেখে নিন ফান্ডগুলি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৭) ইদানিং স্টক মার্কেটের (Stock Market) ক্রমবর্ধমান অস্থিরতা এবং উত্থান-পতনের কারণে বাজার সম্পর্কিত একটি উদ্বেগ তৈরি করে। তাই বিনিয়োগকারীরা প্রায়শই অনিশ্চয়তাই ভোগে। সেজন্য অধিকাংশ বিনিয়োগকারীরাই চায় এমন কোনো স্থানে বিনিয়োগ করতে যেখানে নিশ্চয়তার সাথে ভালো পরিমাণে অর্থ রিটার্ন পাবেন।

(২/৭) এই সময়ে এমন একাধিক মাধ্যম রয়েছে যেখানে ভবিষ্যতে বেশ মোট অংকের অর্থ রিটার্ন পাওয়া যায়। কিন্তু যদি আপনি নিশ্চিত রিটার্নের কথা ভাবেন তবে সেক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমের সংখ্যা অনেক কম। এই মুহূর্তে ৩টি মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বিনিয়োগ মাধ্যম রয়েছে যেখানে ১০০০ শতাংশের বেশি অর্থ ফেরত দিচ্ছে।

(৩/৭) শুনতে অবিশ্বাস্য হলেও, এটিই সত্যি। বর্তমানে এই তিনটি মিউচুয়াল ফান্ড (Mutual Fund) সম্প্রতি তার বিনিয়োগকারীদের ১০০০ শতাংশের বেশি পরিমাণ অর্থ ফেরত দিয়েছে। উক্ত তিনটি মিউচুয়াল ফান্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য জানুন।

নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডায়রেক্ট প্ল্যান-গ্রোথ:

(৪/৭) বিনিয়োগকারীরা প্রধানত স্মল-ক্যাপ কোম্পানিগুলিতে দীর্ঘমেয়াদি ভিত্তিতে বিনিয়োগ করে মূলধন বৃদ্ধির উদ্দেশ্যে। উক্ত বিনিয়োগ মাধ্যমটি বৈচিত্রপূর্ণ পোর্টফোলিও এবং একটি শক্তিশালী ব্যবস্থাপনা দিয়ে পরিচালিত হয়। এতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ১০ বছরে ১২০৫.২৯ শতাংশ রিটার্ন দিয়েছে। উক্ত ইক্যুইটি বিনিয়োগের মাধ্যমটিতে আকর্ষণীয় লাভের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ১০ লাখ টাকা পাবেন ১ টাকার এই বিরল কয়েন বিক্রি করে! পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এসবিআই স্মল ক্যাপ ফান্ড ডায়রেক্ট প্ল্যান-গ্রোথ:

(৫/৭) SBI মিউচুয়াল ফান্ড দ্বারা নিয়ন্ত্রিত এই স্মল ক্যাপ বিনিয়োগ সংস্থা গুলিতে অধিক অর্থ রিটার্নের সম্ভাবনা রয়েছে। বাজারের অস্থিরতা সত্বেও উক্ত বিনিয়োগ মাধ্যমটি ১০ বছরে বিনিয়োগকারীদের ১১০৮.১২ শতাংশ অর্থ রিটার্ন দিয়েছে। উক্ত বিনিয়োগ সংস্থায় লাভের বেশ আশঙ্খা রয়েছে।

আরও পড়ুন: ৫ উপায়ে খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করুন, রইলো পদ্ধতি

কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড-ডায়রেক্ট প্ল্যান-গ্রোথ:

(৬/৭) অঙ্কিত এ. পান্ডে নিয়ন্ত্রিত এই স্মল ক্যাপ বিনিয়োগ সংস্থা গুলিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে মোটা অংকের অর্থ রিটার্ন দিচ্ছে। উক্ত বিনিয়োগ মাধ্যমটি বিনিয়োগকারীদের ১০ বছরে ১০২০.৮৫ শতাংশ রিটার্ন দিচ্ছে। উক্ত ইক্যুইটি এক্সপোজারের সঙ্গে কর-দক্ষ বিনিয়োগের উপর অধিক গুরুত্ব দেয়।

(৭/৭) দেখা যায় যে, দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগকারীরা (Investors) বিনিয়োগের ক্ষেত্রে বেশি লাভবান হন। বাজারের অস্থিরতার দিকে মনোযোগ না দিয়ে ধৈর্যের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করাই হবে বিবেচকের মতো কাজ। উক্ত পদ্ধতিতে বিনিয়োগ করলে অর্থ রিটার্নের ক্ষেত্রে বেশি সফল্য আসে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন