Paytm থেকে ৫ উপায়ে সহজেই ইনকাম করুন, রইল সেই ৫ পদ্ধতি
(১/৮) Earn Money from Paytm: বর্তমানে দেশের প্রায় অধিকাংশ মানুষই অনলাইন পেমেন্টের মাধ্যমে লেনদেন করেন। অনলাইনে পেমেন্ট মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় একাধিক অ্যাপ; তার মধ্যে একটি হলো Paytm। এমন একাধিক মানুষ আছেন যারা পেটিএম (Paytm)-এর মাধ্যমে নিত্যদিন লেনদেন করেন।
(২/৮) তবে অনেকেই হয়তো ক্যাশব্যাক (Cashback) না পেয়ে আশাহত হয়ে পেটিএম (Paytm) এর মাধ্যমে লেনদেন বন্ধ করেছেন। এবার নানা উপায় পেটিএম (Paytm) এর মাধ্যমে পেমেন্ট করে আপনি পেতে পারেন ক্যাশব্যাক। এবার আপনি পেটিএম (Paytm) থেকে খুব সহজেই উপার্জন করতে পারবেন অর্থ (Earn from Paytm)।
(৩/৮) Google Pay, Phone Pay ছাড়াও Paytm-এ এবার থেকে মিলবে অতিরিক্ত সুবিধা। Paytm প্ল্যাটফর্মে বিভিন্ন পেমেন্ট করে পাবেন নির্দিষ্ট পরিমাণ ক্যাশব্যাক (Cashback)। মোবাইল রিচার্জ (Mobile Recharge), বিল পেমেন্ট (Bill Payment) এবং মানি অ্যাড (Add Money) করেও আপনি পেতে পারেন এই ক্যাশব্যাক (Cashback)। কোন কোন উপায়ে পেমেন্ট করলে আপনি পাবেন সবচেয়ে বেশি ক্যাশব্যাক সেটাই জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
আরও পড়ুন👉: Online Earning: বাড়ি বসেই ইনকাম করতে পারবেন google-এর এই অ্যাপ-এর মাধ্যমে, ফায়দা নিতে জেনে নিন
(৪/৮) মোবাইল রিচার্জ (Mobile Recharge), DTH রিচার্জ, বিদ্যুৎ বিল(Electricity Bill), ক্রেডিট কার্ড পেমেন্ট(Credit Card Payment), গ্যাস বুকিং (Gas Booking), সিনেমার টিকিট (Cinema Ticket) ইত্যাদি ক্ষেত্রে পেমেন্ট করে আপনি পেতে পারেন অনেক প্রমো কোড বা অফার। পরবর্তীতে এই প্রমো কোড গুলি কাজে লাগিয়েই পেমেন্ট করলেই আপনি পেতে পারেন দারুন ক্যাশব্যাক (Cashback)।
আরও পড়ুন👉: Google Pay: ১ লক্ষ টাকা সহজেই গুগল পে থেকে পাবেন, পদ্ধতি জেনে নিন
(৫/৮) মোবাইল রিচার্জ (Mobile Recharge), DTH রিচার্জ, বিদ্যুৎ বিল(Electricity Bill), ক্রেডিট কার্ড পেমেন্ট(Credit Card Payment), গ্যাস বুকিং(Gas Booking), সিনেমার টিকিট (Cinema Ticket) সবকিছুই পেটিএম (Paytm)-এর মাধ্যমে পেমেন্ট করা সম্ভব। বর্তমানে আপনি ইউপিআই (UPI) ব্যবহার করে অসংখ্য কাজ খুব সহজেই করে নিতে পারবেন।
(৬/৮) আপনি পেটিএম (Paytm) অ্যাপে পেটিএম ওয়ালেট (Paytm Wallet) দিয়ে সমস্ত লেনদেন করে পাবেন ক্যাশব্যাক (cashback)। এই ক্যাশব্যাক এর জন্য paytm অ্যাপে মাঝে মাঝে আকর্ষণীয় অফার। পেটিএম ওয়ালেট (Paytm Wallet)-এ টাকা অ্যাড করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন ৩০০ টাকা অবধি ক্যাশব্যাক (Cashback) বা ক্যাশব্যাক পয়েন্ট (Cashback point)।
(৭/৮) এর জন্য আপনি প্রথমে পেটিএম অ্যাপ (Paytm)-এ গিয়ে হোম পেজে (Home Page) যাবেন। তারপর ডিলস এন্ড ক্যাশব্যাক (Deals And Cashback) অপশনে যাবেন। সেখান থেকে ওয়ালেট অফার্স (Wallet Offers) এ যাবেন। সেখান থেকেই আপনি ওয়ালেটে মানি অ্যাড করতে পারবেন।
(৮/৮) আপনি যদি পেটিএম (Paytm)-এর মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনার একাউন্টে ক্যাশ বা ক্যাশব্যাক পয়েন্ট (Cashback) যুক্ত হয়। আপনি এই ক্যাশব্যাক পয়েন্টগুলি ভাউচার কেনা বা শপিংয়ের (Shopping) কাজে ব্যবহার করতে পারবেন। মোবাইল রিচার্জ (Mobile Recharge)-এর সময় আপনি এই ভাউচার গুলি ব্যবহার করতে পারেন। ১১০০ ক্যাশব্যাক পয়েন্ট দিয়ে আপনি ১০ টাকার ভাউচার কিনতে পারবেন