Rain Forecast In West Bengal: রাজ্যে টানা ৭ দিন বৃষ্টির পূর্বাভাস! কোন জেলায় কবে? জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

দীর্ঘদিন তাপমাত্রা অতিরিক্ত থাকার পরে কিছুদিন আগে থেকে তা ৪০° এর নিচে নেমেছে। তবে তাপমাত্রা কমলেও গরম বা অস্বস্তিকর আবহাওয়া কোনটাই কমেনি। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দিকেও একই অবস্থা। তাপমাত্রা সেখানে দক্ষিণবঙ্গের তুলনায় কম থাকলেও গরম রয়েছে। এ অবস্থায় বঙ্গের সকল মানুষ বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে। হালকা বা বিক্ষিপ্তভাবে কয়েকবার বৃষ্টি হলেও রাতারাতি বর্ষা কবে বাংলায় ঢুকছে তা নিয়ে অস্থির চিত্ত হয়ে অপেক্ষায় রয়েছে বঙ্গবাসী।

তবে এই অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন খবর দেওয়া হয়েছে। বেশ কিছুদিন তাপমাত্রার সতর্কবার্তা থাকলেও খুব শীঘ্রই বৃষ্টি আসছে বাংলায়।

আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের কোন জেলাতেই সেরকম ভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এরপরে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান এই পাঁচ জেলাতে হালকা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

তারপরে শুক্রবার ও শনিবারও বৃষ্টির  সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়।  পাশাপাশি শনিবারে উত্তরের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

পরবর্তী ১৯ মে রবিবার দিন রাজ্যের সব জেলায় বৃষ্টি হতে পারে। সব জেলাতে সমানভাবে বৃষ্টিপাত না হলেও প্রায় সবকটি জেলাতে ঐদিন বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২০ মে তারিখে। দক্ষিণ বঙ্গসহ উত্তরবঙ্গের ৫ টি জেলাতে ঐদিন বৃষ্টির সম্ভাবনা আছে।

তার পরদিন ২১ ও ২২ তারিখ তথা মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আগামী শনিবার ও রবিবার পর্যন্ত রাজের কয়েকটি জেলায় তার প্রবাহ বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, দিনাজপুর, মালদা এই কয়েকটি জেলায় তাপ প্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। কিন্তু এই সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিংপং জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর কর্তৃক বিশেষ খবর এই বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগেই প্রবেশ করছে।  ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে এই বায়ু প্রবেশ করবে ৩১ মে তারিখে। ফলে এই বছর বর্ষা শুরু হবে অনেক আগে। এছাড়াও এ বছর আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত সময়ে তিনদিন আগে ঢুকবে এই তারিখ আবহাওয়া দপ্তর কর্তৃক জানানো হয়েছে ১৯ মে। 

আন্দামান থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বেরিয়ে সোজা ভারতের মূল ভূখণ্ড কেরালা প্রবেশ করবে ৩১ মে তারিখে তারপরে এই বায়ু বঙ্গে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটাবে। তবে বৃষ্টিপাত শুরু হওয়ার আগে পর্যন্ত তাপ প্রবাহ ও গরম আবহাওয়া বজায় থাকবে।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন