Credit Card রয়েছে? এই ৭ উপায়ে সর্বাধিক লাভ ঘরে তুলুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Credit Card Tips: ক্রেডিট কার্ড সঙ্গে থাকলে নগদ অর্থ (Cash) নিয়ে কোন ভাবনাই থাকে না। খেয়াল খুশিমতো করা যায় শপিং (Shopping)। তবে এর ফলে মানুষের মধ্যেই এক ভিন্ন মানসিকতা তৈরি হয় এবং মানুষ ভাবতে থাকে ‘এখন তো আয়েষ করি পরে দেখা যাবে’। এর ফলে আর্থিক দুরবস্থা তৈরি হয়। এর জন্য ক্রেডিট কার্ডের (Credit Card) ব্যবহার কমানো উচিত। আজকের এই প্রতিবেদনে জেনে নিন ক্রেডিট কার্ডের ব্যবহার কিভাবে সংযত করবেন?

সঠিক ক্রেডিট কার্ড নির্বাচন (How to Select Correct Credit Card?):

বর্তমানে বাজারে একাধিক ক্রেডিট কার্ড (Credit Card) উপলব্ধ হয়েছে। সেগুলি থেকে যাচাই করে একটি ক্রেডিট কার্ড নির্বাচন করা বেশ কঠিন। সেক্ষেত্রে একাধিক মানুষ এজেন্ট বা বন্ধু-বান্ধবের কাছ থেকে পরামর্শ নেন। এটি একদমই উচিত নয়। সবার আগে জানতে হবে আপনার চাহিদা কতখানি। আপনার যে কারণে ক্রেডিট কার্ডের প্রয়োজন, সেই অনুসারে সঠিক ক্রেডিট কার্ড নির্বাচন করুন।

নিজের ক্রেডিট কার্ড সম্পর্কে জানা:

বিক্রেতারা একাধিক সময় ক্রেডিট কার্ড (Credit Card) সম্পর্কে গ্রাহককে সম্পূর্ণ বিবরণ জানান না। বিশেষত উক্ত কার্ডে কোনো ফি আছে কি না সেই সম্পর্কে তথ্য লুকিয়ে যান। আসলে ঐ সমস্ত বিক্রেতারা কার্ড বিক্রয়ের দিকে বেশি নজর দেন। এর জন্য অনেক সময় গ্রাহকদের একাধিক অসুবিধায় পড়তে হয়। তাই ক্রেডিট কার্ড নেওয়ার আগে কাঠ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানুন। কার্ডের অফার থেকে শুরু করে ফি অবধি সমস্ত কিছু বিস্তারিত জানুন। কার্ডের ব্যবহার সম্পর্কিত চার্জ সম্পর্কে সতর্ক থাকুন।

খরচ করার সময় বাজেট মাথায় রাখতে হবে:

ক্রেডিট কার্ড (Credit Card) আপনাকে বিনামূল্যে খরচের পরিষেবা প্রদান করে না। আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে যে পরিমাণ অর্থ খরচ করবেন সেটি আপনাকে পরিশোধ করতে হবে। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের আগে আপনার বাজেটের কথা স্মরণে রাখুন। রিওয়ার্ড পয়েন্ট বা ক্যাশব্যাক পাওয়ার জন্য তাড়াহুড়ো করে ক্রেডিট কার্ডের ব্যবহার করা একদম উচিত নয়। এ কথা অবশ্যই স্মরণে রাখা উচিত যে, আপনার বিল মেটাতে যদি দেরি হয় তবে আপনাকে সেই বিলের অর্থ সুদসহ পরিশোধ করতে হবে।

খরচের সীমা:

ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহারের পূর্বে খরচের সীমা অর্থাৎ স্পেন্ডিং লিমিট নির্ধারণ করে রাখা প্রয়োজন। এতে আপনাকে বর্ধিত খরচ থেকে আটকাবে এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে। আপনার কার্ড যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তবে সেটি বন্ধ করার আগে অবধি এই পদ্ধতির দ্বারা আর্থিক ক্ষতির পরিমাণ কমাতে পারবেন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

সময়ে ঋণ পরিশোধ:

ক্রেডিট কার্ডের (Credit Card) সুদের হার বেশ চড়া। তাই সর্বদা নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ করায় বুদ্ধিমানের কাজ। অন্যথায় সুদের পরিমাণ বৃদ্ধি পাবে। নির্ধারিত তারিখের পরের দিন থেকেই ক্রেডিট কার্ডের বিলের ওপর সুদের চার্জ ধার্য করা হয়। আপনি যদি বিল পরিশোধ না করেন তবে আপনার যে টাকা বাকি আছে তার উপর সুদ জমবে।

নগদ দেওয়ার বদলে ক্রেডিট কার্ড নয়:

এমন একাধিক মানুষ আছে যারা নগদ অর্থ দেওয়ার বদলে ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করেন। তবে এটি করা উচিত নয়। একি করলে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে করা অর্থ লেনদেনের ওপর উচ্চ সুদের হার ধার্য হবে।

রিওয়ার্ড প্রোগ্রামের সুবিধা নেওয়া উচিত:

ক্রেডিট কার্ডের (Credit Card) পিরিয়ড প্রোগ্রামের সুবিধা গ্রহণ করা উচিত। এটি আপনার অর্থ খরচ কমিয়ে সঞ্চয়ের পথ দেখায়।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন