৭৫কোটি ভারতবাসীর ফোন ও আধার নম্বর সংকটে! আপনিও সেই লিস্টে কি না চেক করুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বর্তমানে জালিয়াতকারীরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য স্মার্টফোনকে নিজেদের হাতিয়ার বানাচ্ছে। আর তাদের এই শিকারের বলি হচ্ছে প্রতিদিন শত শত মানুষ। এবার তাদের লক্ষ্য ৭৫ কোটি ভারতীয় টেলিকম ব্যবহারকারীদের উপর।

ইউজারদের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হচ্ছে। জালিয়াতকারীদের প্রতারণার ছক বুঝতে পেরে ভারতীয় টেলিকম সংস্থা (DoT) নতুন একটি ব্যবস্থা গ্রহণ করেছে। টেলিকম সংস্থাগুলিকে এই বিভাগের তরফ থেকে সিস্টেমটি অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে।

হ্যাকাররা জালিয়াত করে ইউজারদের ফোন নম্বর এবং আধার কার্ডের নম্বর (Aadhaar Number)-এর মত গুরুত্বপূর্ণ তথ্যগুলি চুরি করে নিচ্ছে। যার ফলে মানুষ খুব সহজেই সাইবার প্রতারণার শিকার হচ্ছে।

এই প্রসঙ্গে সাইবার সিকিউরিটি ফার্ম CloudSEK জানিয়েছে যে, ভারতীয় মোবাইল নেটওয়ার্ক ব্যবহারকারীদের ডাটাবেজ বিক্রি করছে একদল হ্যাকাররা। এর জন্য তারা অর্থ হিসেবে  ৩ হাজার ডলার অর্থাৎ প্রায় ২৫ লক্ষ টাকা দাবি করেছে।

একটি সমীক্ষার মাধ্যমে জানা গেছে যে প্রায় ৮৫ শতাংশ ভারতীয় ব্যবহারকারীর ডেটা ডার্ক ওয়েবে (Dark Web) থাকার সম্ভাবনা রয়েছে। জালিয়াতকারীরা এখান থেকে ১.৮ TB ডেটার আকারে বিবরণ চুরি করেছে। এরমধ্যে ব্যবহারকারীর নাম, মোবাইল নম্বর, ঠিকানা এবং আধার কার্ডের মত গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আপনি কীভাবে জানবেন ডার্ক ওয়েবে আপনার তথ্য রয়েছে কিনা?

আপনার তথ্য ডার্ক ওয়েবে রয়েছে কিনা এটা জানার জন্য আপনাকে বাইরে গিয়ে কারো সাহায্য নিতে হবে না। বাড়িতে বসেই গুগল ওয়ানের (Google One) সাহায্যে আপনি এই কাজটি করে নিতে পারবেন। তবে এর জন্য Google One-এর সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে। এরপর নিম্নলিখিত উপায়ে আপনি চেক করতে পারবেন ডার্ক ওয়েবে (Dark Web) আপনার কোন তথ্য থেকে আছে কিনা।  

  • এর জন্য প্রথমে আপনাকে one.google.com ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখান থেকে ডার্ক ওয়েব রিপোর্টের নিচে থাকা Try now অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর Run scan এ ক্লিক করতে হবে।
  • এখান থেকে আপনার ডার্ক ওয়েবের রিপোর্ট আসবে। এই রিপোর্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কোন তথ্য বা ডেটা কেও নিয়েছে কি না।

তবে google one ছাড়াও Have I Been Pwned পোর্টালের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন