Aadhaar Card: এই ৮ টি পন্থা অবলম্বন করুন আধার কার্ডে জালিয়াতি থেকে বাঁচতে, নইলে বড়সড় প্রতারণার শিকার হতে পারেন!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) হলো এমন একটি নথি যেটা ছাড়া কোন প্রকার অফিসিয়াল কাজে সম্ভব না। আমাদের উচিত এই নথিটিকে সবসময় সুরক্ষিত ও সঠিক রাখা। এটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি হওয়ায় বর্তমানে এই কার্ডকে ঘিরে জালিয়াতির সংখ্যা অনেক বেড়ে গেছে।

বর্তমানে এই আধার কার্ডকে ঘিরে জালিয়াতির সংখ্যা যেভাবে দিনের পর দিন পেড়ে চলেছে তাতে আমাদের সাবধান হওয়া দরকার না হলে যেকোনো সময়ে ব্যাংক একাউন্ট খালি হয়ে যেতে পারে। আধার কার্ড জালিয়াতির হাত থেকে বাঁচতে নিম্নলিখিত আটটি কাজ অবশ্যই করে রাখুন-

আধার কার্ডের তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন

জালিয়াতরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একাধিক উপায় অবলম্বন করে থাকে এক্ষেত্রে অধিক সময়ে তারা নিজেদের সরকারি আধিকারিক, UIDAI আধিকারিক বা ব্যাঙ্কের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে কল বা এসএমএস এর মাধ্যমে আপনার আধার কার্ডে (Aadhaar Card) ভুল আছে বলে জানাই আর এর মাধ্যমে ওটিপি সহ একাধিক ব্যক্তিগত তথ্য চুরি করে নেয় তাই এই বিষয় থেকে সাবধান থাকুন।

সঠিক অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন

জালিয়াতকারীরা আধার কার্ডের লিংক (Aadhaar Link) সম্পর্কিত একাধিক বিষয়ের অজুহাত দিয়ে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় ও এর মাধ্যমে তারা ব্যাংক অ্যাকাউন্ট মুহূর্তের মধ্যে খালি করে দেয়। এই অবস্থায় আপনার উচিত আধার কার্ড লিঙ্ক বা অন্য কোনও কাজের জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট  বেছে নেওয়া।

আরও পড়ুন👉: ৩ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার! সাথে আরও সুবিধা, কারা কী ভাবে আবেদন করবেন? জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বায়োমেট্রিক তথ্য লক

আধার কার্ডের (Aadhaar Card) যাবতীয় তথ্য সুরক্ষিত রাখা যায় আধারের বায়োমেট্রিক লক এর মাধ্যমে। বর্তমানে যে হারে আধার জালিয়াতির ঘটনা ঘটছে তা পরীক্ষার পরে বিশেষজ্ঞরা জানিয়েছেন বেশিরভাগই বায়োমেট্রিক লক না করে রাখার জন্য এই জালিয়াতির ঘটনাগুলি ঘটছে।

ভুয়া মেল ও মেসেজ এড়িয়ে চলুন

জালিয়াতকারীরা নিজেদের স্বার্থসিদ্ধির আশায় একাধিক নতুন পন্থা অবলম্বন করে থাকে। অনেক সময় তারা গ্রাহকদের ভুয়া মেল পাঠিয়ে অর্থের লোভ দেখায়। এর মাধ্যমে তারা আপনাকে জাল ওয়েবসাইটে নিয়ে গিয়ে তাদের নিজেদের স্বার্থসিদ্ধি করে।

আধারের ছবি মোবাইলে রাখবেন না

অনেকেই নিজেদের ফোনের মধ্যে আধারের ছবি বা ডিজিটাল কপি রেখে দেয়। এটি করা থেকে একেবারেই বিরত থাকবেন। এর কারণ হলো আপনার ফোন যদি কোন কারণে চুরি হয়ে যায় তাহলে জালিয়াতরা খুব সহজে আপনার আধার কার্ড ব্যবহার করে ক্ষতি করতে পারে।

আরও পড়ুন👉: Investment Scheme: এই স্কিমে ২৫ লাখ টাকা রিটার্ন পাবেন ২৫০ টাকা করে জমিয়েই, জানুন বিস্তারিত

আধার তথ্যের উপর নজর রাখুন

আপনার আধার কার্ড (Aadhaar Card) কখন কোথায় কি কারনে ব্যবহার করা হচ্ছে তা সব সময় নজর রাখুন UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটগুলি চেক করার মাধ্যমে।

mAadhaar অ্যাপ ব্যবহার করুন

আধার কার্ড সম্পর্কিত বিশেষ একটি অ্যাপ mAadhar অ্যাপ। এটা সব সময় নিজের ফোনের মধ্যে ডাউনলোড করে রাখুন। এই অ্যাপের সাহায্যে আপনি খুব সহজেই আপনার আধার কার্ড অ্যাক্সেস করতে পারবেন। এই অ্যাপটি হলো পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত একটি অ্যাপ তাই এতে ভয়ের কোন কারণ নেই।

আরও পড়ুন👉: School Holiday List May 2024: মে মাস জুড়ে প্রচুর ছুটি! কবে থেকে বন্ধ স্কুল-কলেজ? গরমের ছুটি পড়বে কবে? তালিকা দেখে নিন

মোবাইল নম্বর সবসময় আপডেট রাখুন

আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি দিয়ে রেখেছেন তা সব সময় আপডেট করে রাখুন কারণ অন্য কেউ যদি আপনার আধার কার্ড ব্যবহার করে তাহলে ফোন আপডেট না থাকলে আপনি সেই বিষয়ে জানতে পারবেন না তাই আপনার ফোনটিকে সবসময় আপডেট রাখুন।

আরও পড়ুন👉: Business Idea: মাত্র ১০০০ টাকায় এই ব্যবসা শুরু করে ২ লক্ষ টাকা প্রতি মাসে আয় করতে পারবেন

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: Post Office Scheme: প্রতি মাসে ১০,০০০ টাকা পাবেন পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করে