FD interest Rate: এই ব্যাংকের FD-তে মিলছে 9.25% সুদ! বিনিয়োগ করলেই মালামাল

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

FD interest Rate: বিনিয়োগকারীদের জন্য দারুন সুযোগ। বিনিয়োগের উপর পাবেন ৯.২৫ শতাংশ সুদের হার। ব্যাংকের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। এজন্য বিনিয়োগকারীদের কাছে রয়েছে ব্যাংকে বিনিয়োগ করে প্রচুর লাভবান হওয়ার সুযোগ। তবে নবীন নাগরিকরা বিনিয়োগ করা অর্থের উপর পাবেন ৮.৫০ শতাংশ সুদের হার। আর প্রবীণ নাগরিকদের বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার ৯.২৫ শতাংশ

নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক (NESFB)-এর তরফ থেকে একটি ঘোষণায় ফিক্সড ডিপোজিট (FD) স্কিম বর্ধিত করার কথা বলা হয়েছে। উক্ত ব্যাংকের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নবীন নাগরিকদের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) বিনিয়োগ করা অর্থের উপর সুদের হার প্রদান করা ৮.৫০ শতাংশ অবধি। আর প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) বিনিয়োগের উপর ৯.২৫ শতাংশ অবধি সুদের হার প্রদান করা হবে।

NESFB ব্যাংকের প্রেস রিলিজ অনুযায়ী, NESFB ব্যাংকের সর্বশেষ ফিক্সড ডিপোজিটের রেটগুলির আর্থিক নিরাপত্তা এবং সুরক্ষার জন্য NESFB ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। উত্তর-পূর্ব সীমান্তে নবীন সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য ব্যাংকের তরফ থেকে অধিক সুদের হার প্রদান করা হচ্ছে। প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড়। Fixed Deposit গুলিকে পেনশন হিসাবে অবসর জীবনে বৃদ্ধদের আয়ের উৎস হিসেবে ডিজাইন করার জন্য কাজ চলছে।

NESFB ব্যাংকে নবীর নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৩.২৫ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ। ৭ দিন থেকে ১০ বছরের সময়সীমায় ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হারে রয়েছে বিশেষ অফার। প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপজিটে বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৯.২৫ শতাংশ করা হয়েছে। ১১১১ দিনের মেয়াদে প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের ক্ষেত্রে ৮.৫০ শতাংশ থেকে ৯.২৫ শতাংশ সুদের হার প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন👉: রাজ্যের সরকারি কর্মীদের প্রোমোশনে তৈরি হল নির্দিষ্ট নিয়ম, এতে কারা উপকৃত হবেন?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এছাড়াও আরো অন্যান্য ছোট ফাইন্যান্স ব্যাংকগুলোও অধিক সুদের হার প্রদান করছে। তার মধ্যে একটি হল শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক। উক্ত ব্যাংকে নবীন নাগরিকদের বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৮.৭০ শতাংশ। প্রবীণ নাগরিকদের বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার ৪ শতাংশ থেকে ৯.২০ শতাংশ২ বছর ১ দিন থেকে ৩ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের বিনিয়োগের ক্ষেত্রে সর্বাধিক সুদের হার ৮.৭০ শতাংশ থেকে ৯.২০ শতাংশ। এই পরিমাণ সুদের হার চলতি বছর ২ মার্চ তারিখ থেকে কার্যকরী হয়েছে।

আরও পড়ুন👉: Food SI Cut Off Marks 2024: রাজ্যের ফুড SI পরীক্ষার কত হতে পারে কাট অফ মার্কস? রইলো বিস্তারিত

SBI ব্যাংকের তরফ থেকে একাধিক ফিক্সড ডিপোজিট (FD) স্কিম চালু করা হয়েছে। এর মধ্যে অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমটিতে বিনিয়োগের সময়সীমা হল চলতি বছর ৩১ মার্চ তারিখ অবধি। SBI ব্যাংকের তরফ থেকে ২০২৩ সালের ১২ এপ্রিল গ্রাহকদের জন্য এই ক্রিমটি আনা হয়। অধিক সুদের হার হওয়ায় এই স্কিমটি কম সময়ে অনেক জনপ্রিয়তা হয়ে ওঠে। যে কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে দুবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন👉: ৬৬৫২ শূন্যপদে গ্রাম পঞ্চায়েত নিয়োগের আবেদন শুরু কবে থেকে? জানুন বিস্তারিত

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন👉: ডিস্টেন্সের লার্নিং-এ এই সব কোর্স আর করা যাবে না! বিজ্ঞপ্তি জারি করলো UGC