মোবাইলের স্পিড কমে গিয়েছে? এই সেটিংস-এই পুরনো ফোন হবে নতুনের মতো
Android Phone Setting: বর্তমানে এই উন্নত প্রযুক্তির যুগে প্রায় সকল মানুষের কাছেই আছে মোবাইল। তাই মোবাইল যদি ঠিক মতো কাজ না করে তবে চিন্তায় পড়ে যান অনেকেই। অনেক সময় স্পিড কমে যায় বা হ্যাং করে। ফোনের যত বয়স বাড়ে ততই নানান রকম সমস্যা দেখা দেয়। মোবাইল স্টোরেজ ফুল হয়ে গেলে মোবাইলের গতি স্বাভাবিকভাবেই কমে যায়।
এমন পরিস্থিতি ফোনের সেটিংসে গিয়ে ফোনের এই সমস্যার সমাধান করতে পারেন। ফোন সেটিংসে গিয়ে রিসেট করলে ফোন আবার আগের মত হয়ে উঠবে। ফোন রিসেট করার অর্থ হলো ফোন কেনার সময় প্রাথমিক অবস্থায় যেমন ছিল তেমন অর্থাৎ আগের মতো নতুন হয়ে যাওয়া।
ফোন রিসেট করার একাধিক সুবিধা রয়েছে। এর ফলে একদিকে আপনার ফোন যেমন নতুনের মত হবে তেমনি অপব্যবহৃত অ্যাপ ডিলিট হয়ে যাবে। ফোনের স্টোরেজ আগের মত খালি হয়ে যায়। এর সঙ্গে যদি আপনার ডিভাইসে কোন ম্যালওয়ার থেকে থাকে তবে তাও ডিলিট হয়ে যায়।
ফোন রিসেট এর মাধ্যমে নতুন এর মত করার জন্য অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘ফ্যাক্টরি রিসেট‘ অপশনে যান। আপনি যদি আপনার ডিভাইসটি রিফ্রেস করতে চান তবে এটি অতি উত্তম পদ্ধতি। আপনি যদি আপনার পুরনো মোবাইলটি বিক্রি করেন তবে তার আগে সেটি অবশ্যই ফ্যাক্টরি রিসেট করুন।
আরও পড়ুন👉: Aadhaar-Mobile Link: আধারের সঙ্গে মোবাইল নম্বর কী ভাবে লিঙ্ক করবেন? UIDAI-এর দেওয়া সহজ পদ্ধতি জেনে নিন
তবে আপনি যদি আপনার ডিভাইসে এই ফ্যাক্টরি রিসেট করেন তবে সমস্ত ডেটা মুছে যাবে সেজন্য ব্যাকআপ নিয়ে রাখা আবশ্যক। তবে রিসেট করার আগে ফোনে ফুল চার্জ দিয়ে নেওয়া প্রয়োজন। কারণ ফ্যাক্টরি রিসেট চলাকালীন যদি আপনার ফোনের চার্জ শেষ হয়ে যায় তবে আবার সেটি পুনরাই শুরু করতে হবে।
ফোন রিসেট করার পদ্ধতি:
১. প্রথমে আপনাকে ফোনের ‘সেটিংসে‘ যেতে হবে। তারপর সেখানে ‘সিস্টেম‘ অপশনে ক্লিক করতে হবে।
২. সিস্টেম অপশনে গিয়ে স্ক্রোল করলে আপনার ডিভাইসে ‘রিসেট‘ অপশন দেখতে পাবেন। এবার রিসেট অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন👉: ৮টি সহজ উপায় কোটি কোটি টাকা ইনকাম করার! জেনে নিন পদ্ধতিগুলি
৩. এরপর আপনি ‘ইরেজ অল ডাটা’ অপশনে ক্লিক করুন। অনেক ডিভাইসে এই অপশনটির নাম ‘ফ্যাক্টরি রিসেট’ বলে উপলব্ধ রয়েছে।
৪. এরপর যদি আপনার ডিভাইসে পিন চায় তবে সেটি দিন। সব ডিভাইসের ক্ষেত্রে পিনটি দিতে হয় না।
রিসেট দেওয়ার ফলে ফোনের অভ্যন্তরী স্টোরেজের উপর ক্ষতিকারক প্রভাব পড়ে। সেজন্য অতি আবশ্যক না হলে রিসেট দেওয়া উচিত নয়।
আরও পড়ুন👉: MS Dhoni: IPL-এর সময় মহেন্দ্র সিং ধোনি ব্রেকফাস্টে কী খান? সামনে এল ভিডিও
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉 SBI Home Loan: ২০ বছর মেয়াদে SBI থেকে ৩৫ লাখ টাকার হোম লোন নেবেন? কত সুদ দিতে হবে?