Vodafone-এর খেলা শেষ! এবার Jio দিচ্ছে আনলিমিটেড ডেটা ও কল! Offer জেনে নিন
Jio Recharge Offer: দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও (Jio) প্রায়শই গ্রাহকদের নানারকম সুবিধাজনক অফার ঘোষণা করে থাকে। এই আকর্ষণীয় অফারের জন্য দেশের অধিকাংশ গ্রাহকরা জিও সিম (Jio SIM) ব্যবহার করে থাকে। আপনি যদি ৩০০ টাকার কমে আকর্ষণীয় অফার পেতে চান তাহলে Jio এবং Vi-এর ২৯৯ টাকার প্ল্যানটি গ্রহণ করতে পারেন।
Vi-এর ২৯৯ টাকার অফারের তুলনায় Jio 5G কানেক্টিভিটির সাথে বেশি ডেটা অফার করছে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো Jio-এর রিচার্জ প্ল্যান কীভাবে Vodafone-এর থেকে বেশি আকর্ষণীয়।
Vi-এর ২৯৯ টাকার প্ল্যানের সুবিধা
আপনি যদি Vi-এর ২৯৯ টাকার প্ল্যান গ্রহণ করেন তবে আপনি পাচ্ছেন ২৮ দিনের বৈধতার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস এর সুবিধা। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে Vi Hero Unlimited বেনিফিটও পাওয়া যায়। আর যদি আপনি এই সংখ্যার অফিসিয়াল অ্যাপ থেকে রিচার্জ করেন তাহলে ৫ জিবি ডাটা ফ্রি পাবেন।
Jio-র ২৯৯ টাকার প্ল্যানের সুবিধা
Jio-র ২৯৯ টাকার প্ল্যান গ্রহণ করলে আপনি পাচ্ছেন ২৮ দিনের বৈধতার সঙ্গে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা, এবং ১০০ এসএমএস। এই সুবিধা ছাড়াও Jio TV, Jio Cinema ও Jio Cloud-এর সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যাবে একদম বিনামূল্যে।
আরও পড়ুন👉: Vitamin For Long Life: এই ৩ ভিটামিন যা আয়ু বাড়ায়, ১০০ বছর বাঁচার গোপন রহস্য এটাই
Jio Vs Vi ২৯৯ টাকায় কোন অফারটি বেস্ট
রিলায়েন্স জিও (Relaence Jio) এবং ভোডাফোনের (Vodafone) ২৯৯ টাকার অফারে প্রথমে যে পার্থক্য রয়েছে সেটি হলো ডেটার। ২৮ দিনের বৈধতায় জিও (Jio) আপনাকে ৫৬ জিবি ডেটা অফার করবে অন্যদিকে ভিআই একই দামে মাত্র ৪৭ জিবি (৪২ জিবি + ৫ জিবি ফ্রি) ডেটা অফার করবে। শুধুমাত্র ডেটার পার্থক্যই নয় ভিআই-এর মত জিও থেকে কলিং, এসএমএস এবং বৈধতার মতো যাবতীয় সুবিধা সব একই রকম পাওয়া যাবে।
আরও পড়ুন👉: Indian Bank Recruitment 2024: ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ! আজই আবেদন করুন
এছাড়াও জিও (Jio) রিচার্জ করলে প্রতিদিনের ডেটা আনলিমিটেড কল ও এসএমএসের সঙ্গে সঙ্গে আপনি বিনামূল্যে পাচ্ছেন Jio TV, Jio Cinema ও Jio Cloud-এর সাবস্ক্রিপশনের সুবিধা। আবার জিও (Jio) অফার থেকে আপনি পাবেন ফাইভ-জি ইন্টারনেট ব্যবহারের সুবিধা। ফলে সব দিক থেকে বিচার করে বলা যায় জিও অফারটি বেশি গ্রহণযোগ্য।
আরও পড়ুন👉 Holi 2024 Vastu Tips: হোলির আগে এই কাজ করলে সারা বছর ধরে ঘরে অর্থ আসবে