৮ লক্ষ টাকার লাভ হবে মহিলাদের! ফায়দা নিতে জেনে নিন কেন্দ্র সরকারের এই স্কিম
পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) মতো এবার কেন্দ্রীয় সরকারও (Government of India) ভোটের আগে জনকল্যাণমূলক কাজের দিকে মন দিয়েছেন। এবার কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে মহিলাদের জন্য বিশেষ প্রকল্প চালু করা হলো। কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পের মাধ্যমে দেশের মহিলারা ৮ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারবে। তবে তা কিভাবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পের নাম হল নমো ড্রোন দিদি প্রকল্প। (Namo Drone Didi Scheme) দেশের মহিলা কৃষকদের জন্য কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করেছে। তাদের অর্ধেক সচ্ছলতা প্রদান করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এ প্রকল্পের মাধ্যমে সারাদেশের মোট ১৪৫০০ মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন প্রদান করা হবে।
মোদি সরকারের তরফ থেকে এই প্রকল্পে ৮০ শতাংশ ভর্তুকি প্রদান করা হবে। বাকি কুড়ি শতাংশ আবেদনকারীদের ২০ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। তবে এই সুদের উপর আলাদা হবে ৩ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা রয়েছে।
কৃষি মন্ত্রকের তরফ জানিয়েছেন যে, একটি ড্রোন প্যাকেজের প্রত্যাশিত ব্যয় প্রায় ১০ লক্ষ টাকা। আর কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে যদি ১০ লক্ষ ড্রোনের ব্যবস্থা করা হয় তাহলে স্বনির্ভর গোষ্ঠীগুলি এর থেকে ৮ লক্ষ টাকা ভর্তুকি পাবে।
আরও পড়ুন👉: IPL-এ আসছে নতুন নিয়ম! কোন নিয়ম পরিবর্তন হচ্ছে?
এই প্রকল্পে আবেদন করলে মহিলাদের মাত্র দুই লক্ষ টাকা ঋণ পরিশোধ করতে হবে। এবং প্রকল্প থেকে তারা দুই লাখ টাকা ঋণ পাবে।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, সম্পূর্ণ প্যাকেজটিতে থাকবে চার্জিং হাব, চার্জিংয়ের জন্য চার্জিং জেনসেট, চারটি অতিরিক্ত ব্যাটারি এবং ড্রোন বক্স। একই সঙ্গে ড্রোনের ব্যবহার শেখানোর জন্য মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ১৫ দিনের জন্য মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই ড্রোন ব্যবহার করা হবে ন্যানো সার ও কীটনাশক স্প্রে করার জন্য।
আরও পড়ুন👉: Jio-এর সবচেয়ে সস্তা প্ল্যান! ১০০ টাকার কমেই পেয়ে যাবেন এইসব সুবিধা
কৃষি মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, সমস্ত দেশে মোট ১৪৫০০ স্বনির্ভর গোষ্ঠীকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এবং বাছাইয়ের জন্য রাজ্য কমিটি দায়িত্বহীন থাকবে। আইএআরআইয়ের বিজ্ঞানীরা এই কমিটিতে যুক্ত থাকবেন। কেন্দ্র সরকার (Central Government) এই প্রকল্প বাস্তবায়নে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির (কেভিকে) সাহায্য গ্রহণ করবে।
আরও পড়ুন👉: আর টাকার চিন্তা থাকবে না ভবিষ্যতে, LIC-র এই ২টি পলিসি দিচ্ছে বিরাট সুবিধা !