Aadhaar-Mobile Link: আধারের সঙ্গে মোবাইল নম্বর কী ভাবে লিঙ্ক করবেন? UIDAI-এর দেওয়া সহজ পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Aadhaar-Mobile Link: তরফ থেকে বিনা খরচে আধার কার্ড (Aadhaar Card) সংশোধনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পূর্বে এই সময়সীমা ছিল ১৪ মার্চ। বর্তমানে সেটি বৃদ্ধি করে ১৪ জুন ২০২৪ অবধি করা হয়েছে। তবে যদি আপনার আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে অনলাইনের মাধ্যমে সংশোধন করতে পারবেন না।

কারণ লিংক করা মোবাইল নাম্বারে আসা ওটিপির (OTP) মাধ্যমে লগ ইন করতে হয় আধার কার্ড হোল্ডারদের। তাই আপনার লিঙ্ক করা মোবাইল নাম্বারটি যদি হারিয়ে যায় তবে নতুন ফোন নাম্বার নিলে সেটি আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে আপডেট করানো প্রয়োজন। কিভাবে আপডেট করাবেন? জানুন বিস্তারিত।

যদি আপনার ফোন হারিয়ে যায় বা কোনো কারণে আপনার সিম কার্ডটি নষ্ট হয়ে যায় এবং সেই নাম্বারটি যদি আপনার আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে লিঙ্ক করানো থাকে তবে সে ক্ষেত্রে কি করা প্রয়োজন?

এমত অবস্থায় আপনি যদি কোনো নতুন নম্বর নিয়ে থাকেন তবে সেই নম্বরটি আপডেট করানোর জন্য আপনার কাছের আধার সেবা কেন্দ্রে বা এনরলমেন্ট সেন্টারে আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে আপনি আপনার নতুন মোবাইল নম্বরটি আপডেট করতে পারবেন।

আরও পড়ুন👉: মোবাইলের স্পিড কমে গিয়েছে? এই সেটিংস-এই পুরনো ফোন হবে নতুনের মতো

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করানোর পদ্ধতি (Aadhaar Mobile Number Link):

আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য নিন্মে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করুন।

১. প্রথমে আপনার কাছের আধার সেবা কেন্দ্র বা আধার এনরোলমেন্ট সেন্টারে আপনার আধার কার্ডটি (Aadhaar Card) সঙ্গে করে নিয়ে যান।

২. তারপর আপনাকে আধার কার্ড কারেকশন ফর্ম (Aadhaar Card Correction form) ফিলাপ করে জমা করতে হবে।

৩. তারপর সেখানে এক্সিকিউটিভ অফিসারের কাছে বায়োমেট্রিক দিতে হবে।

৪. আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটি আপডেট করার জন্য চার্জ স্বরূপ ৫০ টাকা দিতে হবে।

৫. এরপর আপনার আধার কার্ডে (Aadhaar Card) আপনার ফোন নাম্বারটি আপডেট হয়ে যাবে।

৬. এরপর আপনি একটি URN নাম্বার পাবেন যার সাহায্যে আপনি আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন।

৭. তারপর UIDAI ডেটাবেসে ৯০ দিনের মধ্যে আপনার নতুন মোবাইল নাম্বারটি যুক্ত হয়ে যাবে।

আরও পড়ুন👉: ৮টি সহজ উপায় কোটি কোটি টাকা ইনকাম করার! জেনে নিন পদ্ধতিগুলি

আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকার সুবিধা কি?

আধার সংক্রান্ত সমস্ত পরিষেবার জন্য মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করতে হবে। না হলে আপনি সেই সব পরিষেবা থেকে বঞ্চিত হবেন। সমস্ত সরকারি পরিষেবা থেকে স্কুলে ভর্তি এমন কি ব্যাংকিং পরিষেবাতেও প্রয়োজন আধার কার্ড (Aadhar Card)। আপনার আধার কার্ডে (Aadhaar Card) যদি ঠিকানা, জন্ম তারিখ, নাম, লিঙ্গ ছবি, এই সমস্ত কিছু ভুল থাকে তবে আপনি সেটি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে সংশোধন করতে পারবেন।

আর এই সমস্ত কিছু আপডেট করার জন্য আপনার আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে মোবাইল নাম্বারটির লিঙ্ক থাকা অতি অবশ্যই প্রয়োজন। কারণ আপনার নিবন্ধিত মোবাইল নাম্বারে ওটিপি আসার পরই আপনি UIDAI ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *