SBI Home Loan: ২০ বছর মেয়াদে SBI থেকে ৩৫ লাখ টাকার হোম লোন নেবেন? কত সুদ দিতে হবে?
SBI Home Loan: বাড়ি তৈরির ক্ষেত্রে প্রয়োজন হয় একসঙ্গে অনেক অর্থের। তবে অনেকেরই সেই সামর্থ্য থাকে না। সে ক্ষেত্রে ভরসা করতে হয় হোম লোনের (Home Loan) উপর। আজকের এই প্রতিবেদনে জেনে নিন আপনি যদি ২০ বছরের মেয়াদে ৩৫ লক্ষ টাকা হোম লোন নেন তাহলে সুদের হার কত? এবং কত টাকা দিতে হবে সুদ হিসাবে।
৩৫ লক্ষ টাকা বেশ মোটা অংকের অর্থ তাই এই ঋণের পরিমাণ পরিশোধ করতে লাগবে দীর্ঘসময়। ঋণ পরিশোধের মেয়াদের ওপর ভিত্তি করেই ব্যাংক ভিন্ন ভিন্ন হারে সুদের হার ধার্য করে। এবার আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) থেকে হোম লোন নেন তাহলে কত সুদ দিতে হবে জানুন বিস্তারিত।
সেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, উক্ত ব্যাংকে হোম লোনের ক্ষেত্রে বার্ষিক সুদের হার ৮.৫০ শতাংশ থেকে ১০.১৫ শতাংশ। যেকোনো ঋণের ক্ষেত্রে দুটি জিনিসের উপর নির্ভর করে সুদের হার নির্ধারিত হয়। একটি হলো ক্রেডিট স্কোর এবং অন্যটি ঋণের মেয়াদের সময়সীমা।
SBI ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে, কোন ব্যক্তির ক্রেডিট স্কোর (Credit Score) যদি ৮০০ বা তার অধিক হয় সেক্ষেত্রে হোম লোনের ক্ষেত্রে সুদের হার ৮.৯০ শতাংশ। তবে যদি কোন ব্যক্তির ক্রেডিট স্কোর (Credit Score) কম থাকে সে ক্ষেত্রে প্রিমিয়াম রেট অধিক হয়।
দেখুন সেই ভিডিও👉: FD interest Rate: এই ব্যাংকের FD-তে মিলছে 9.25% সুদ! বিনিয়োগ করলেই মালামাল
আপনার ক্রেডিট স্কোর (Credit Score) যদি ৭৫০ থেকে ৭৯৯-এর মধ্যে থাকে সেক্ষেত্রে হোম লোনের ক্ষেত্রে সুদের হার ৯ শতাংশ। যদি আপনার ক্রেডিট স্কোর ৭০০ থেকে ৭৫০-এর মধ্যে হয় সেক্ষেত্রে হোম লোনের সুদের হার হবে ৯.১০ শতাংশ। যদি আপনার ক্রেডিট স্কোর ৬৫০ থেকে ৬৯৯-এর মধ্যে হয় সেক্ষেত্রে হোম লোনের সুদের হার হবে ৯.২০ শতাংশ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) মহিলা ঋণগ্রহীতাদের জন্য সুদের হারে ০.০৫ শতাংশ ছাড় দেওয়া হয়। ৩৫ লক্ষ টাকা ২০ বছর অর্থাৎ সুদের হারের পরিমাণ হবে ৯.৫৫ শতাংশ।
আরও পড়ুন👉 রাজ্যের সরকারি কর্মীদের প্রোমোশনে তৈরি হল নির্দিষ্ট নিয়ম, এতে কারা উপকৃত হবেন?
৯.৫৫ শতাংশ সুদের হারে ৩৫ লক্ষ টাকা হোম লোনে আপনাকে ২০ বছরে মোট দিতে হবে ১,৯৪৬,২০২ টাকা। এরজন্য আপনাকে প্রতি মাসে EMI হিসেবে দিতে হবে ৪৫,৩৮৫ টাকা। অর্থাৎ প্রতি মাসে সুদ হিসাবে আপনাকে দিতে হবে ২৭,৮৫৪ টাকা এবং আসল অর্থ হিসাবে জমা হবে ১৭,৫৩১ টাকা।
ঋণ গ্রহণের জন্য চাকরিজীবীদের যোগ্যতা:
এই ঋণ গ্রহণের জন্য ঋণ গ্রহণকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। তার বয়স ১৮ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। কর্মজীবনে তাকে ৩ বছরের অভিজ্ঞ হতে হবে। ওই ব্যক্তির ন্যূনতম মাসিক আয় ২৫ হাজার টাকা থাকতে হবে।
আরও পড়ুন👉: Food SI Cut Off Marks 2024: রাজ্যের ফুড SI পরীক্ষার কত হতে পারে কাট অফ মার্কস? রইলো বিস্তারিত
ঋণ গ্রহণের জন্য ব্যবসায়ী ব্যক্তিদের যোগ্যতা:
ঋণ গ্রহণকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। তার বয়স ২১ বছর থেকে ৭০ বছরের মধ্যে থাকতে হবে। ধারাবাহিকভাবে ব্যবসার সঙ্গে কমপক্ষে ৩ বছর নিযুক্ত থাকতে হবে। ওই ব্যক্তির বার্ষিক আয় কমপক্ষে ২ লক্ষ ৬০ হাজার টাকা হতে হবে।
আরও পড়ুন👉: ৬৬৫২ শূন্যপদে গ্রাম পঞ্চায়েত নিয়োগের আবেদন শুরু কবে থেকে? জানুন বিস্তারিত
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: ডিস্টেন্সের লার্নিং-এ এই সব কোর্স আর করা যাবে না! বিজ্ঞপ্তি জারি করলো UGC