রাজ্যের কলেজে Group D কর্মী নিয়োগ চলছে, এই দিন আবেদনের শেষ তারিখ

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যজুড়ে কলেজে গ্রুপ ডি (Group D) পদে নিয়োগ করা হবে কর্মী। আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের তরফ থেকে গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অষ্টম শ্রেণী পাস থাকলেই করতে পারবেন আবেদন। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি প্রার্থীর করতে পারবেন উক্ত পদের জন্য আবেদন। আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন জানাতে পারেন।

শূন্যপদের সংখ্যা (Number Of Vacancy):

গ্রুপ ডি (Group D) পদে মোট ১০ জন কর্মী নিয়োগ করা হবে। জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য সিট সংখ্যা ৩টি, SC ক্যাটাগরি চাকরি প্রার্থীদের জন্য ২টি, ST ক্যাটাগরির জন্য ১টি, OBC সম্প্রদায়ের জন্য ২টি এবং EWS ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের জন্য বরাদ্দ সিট সংখ্যা ১টি।

মাসিক বেতন (Monthly Salary):

উক্ত পদে কর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। নিয়োগ করার পর কর্মীকে প্রতি মাসের ১৭ হাজার টাকা বেতন দেয়া হবে।

বয়সের সময়সীমা (Age Limit):

১.১.২০২৪ অনুযায়ী, আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

আরও পড়ুন👉: কত টাকা দান করেন বিল গেটস, ইলন মাস্ক ও আম্বানিরা? জানলে চমকে যাবেন!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আবেদন পদ্ধতি (Application Process):

উক্ত পদে আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন পত্রটি যথাযথ তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর নির্ধারিত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে। তার সাথে প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করে আবেদন পত্রটি জমা করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):

আগ্রহী চাকরিপ্রার্থীরা সরকার স্বীকৃত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস থাকলেই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন👉: ১ এপ্রিল থেকে এই ৭ নিয়মে বড় বদল আসছে! সোজা ছেঁকা মধ্যবিত্তের পকেটে

আবেদনের সময়সীমা (Last Date Of Application):

আগ্রহী প্রার্থীরা ২১ এপ্রিল ২০২৪ অবধি সংশ্লিষ্ট পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন👉: ৩০,০০০ টাকা বেতনে সরাসরি চাকরির সুযোগ! কল্যাণীর NIBMG-তে কর্মী নিয়োগ চলছে

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: Madhyamik Result 2024: মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়ো আপডেট! জেনে নিন এখনই