১ এপ্রিল থেকে এই ৭ নিয়মে বড় বদল আসছে! সোজা ছেঁকা মধ্যবিত্তের পকেটে
আর কিছুদিন পরে শুরু হচ্ছে নতুন মাস। এই মাসে থেকে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। আগামী ১ এপ্রিল থেকে ফাস্ট্যাগ, পার্সোনাল ফাইন্যান্স, বিনিয়োগ স্কিম এবং অন্যান্য অর্থ-সম্পর্কিত বিষয়ে অনেক পরিবর্তন হতে চলেছে। এই সবের পরিবর্তন সরাসরি আপনার ওপর প্রভাব ফেলবে। তবে আগে জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলির উপর পরিবর্তন হতে চলেছে।
FASTag সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি
আগামী পয়লা এপ্রিল থেকে Fastag সংক্রান্ত বিষয়ে একটি বড় পরিবর্তন হতে চলেছে৷ ব্যাঙ্ক থেকে আপনার গাড়ির Fastag-এর KYC যদি আপডেট করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বড় সমস্যার মধ্যে পড়বেন। আর আগামী ৩১ মার্চের পরে দেশের সমস্ত ব্যাংক KYC ছাড়া ফাস্ট্যাগগুলি নিষ্ক্রিয় করে দেবে। এই তারিখের পরে আপনার ফাস্ট্যাগে টাকা থাকার পরেও আর পেমেন্ট করা হবে না। আবার টোলের জন্য আপনাকে দ্বিগুণ টোল ট্যাক্স প্রদান করতে হবে। সম্প্রতি দেশের সর্ববৃহৎ ব্যাংক RBI NHAI ফাস্ট্যাগ গ্রাহকদের ফাস্ট্যাগের জন্য KYC প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্দেশ দিয়েছে।
NPS ব্যবস্থায় নয়া পরিবর্তন
আগামী এপ্রিল মাস থেকে NPS অর্থাৎ জাতীয় পেনশন ব্যবস্থায় একাধিক পরিবর্তন করা হবে। এই মাসে পেনশন তহবিল নিয়ন্ত্রক অর্থাৎ PFRDA জাতীয় পেনশন সিস্টেমের বিদ্যমান লগইন প্রক্রিয়ায় পরিবর্তন হবে। আর এই নিয়ম কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে। এই একাউন্টে লগইন করার জন্য দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণের প্রয়োজন হবে। যারা NPS গ্রাহক রয়েছেন তাদের আধার যাচাইকরণ এবং মোবাইলে প্রাপ্ত OTP দ্বারা লগইন করতে হবে। সিস্টেমের সুরক্ষা বৃদ্ধি করার জন্যই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।
আধার এবং প্যান কার্ড লিঙ্ক
এর আগেও একাধিকবার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। শেষবার আধার কার্ড (Aadhaar Card) ও প্যান কার্ড (PAN Card) লিঙ্ক করার জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল সেটি হল ৩১ মার্চ ২০২৪। কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যেও যদি কেউ প্যান আধার লিঙ্ক করে না থাকে তাহলে তার প্যান কার্ড বাতিল বলে গণ্য করা হবে। আর প্যান কার্ড (PAN Card) বাতিল হলে প্যান কার্ড সংক্রান্ত যাবতীয় কার্য স্থগিত থেকে যাবে। এরপরে লিংক করতে চাইলে ১ হাজার টাকা জরিমানা দিয়ে লিঙ্ক করতে হবে।
আরও পড়ুন👉: কত টাকা দান করেন বিল গেটস, ইলন মাস্ক ও আম্বানিরা? জানলে চমকে যাবেন!
EPFO-এর নিয়মের পরিবর্তন
আগামী ১ এপ্রিল থেকে EPFO-তে যে পরিবর্তন আসছে সেটি হল আপনি চাকরি পরিবর্তন করলেও, আপনার পুরানো পিএফ অটো মোডে ট্রান্সফার হবে। অর্থাৎ, আপনি যদি আপনার চাকরির স্থান পরিবর্তন করেন তাহলে তার জন্য নতুন করে পিএফের পরিমাণ স্থানান্তরের জন্য আবেদন করা লাগবে না।
SBI ক্রেডিট কার্ড
আগামী ১ এপ্রিল থেকে SBI ক্রেডিট কার্ড থেকে রেন্ট পেমেন্টের জন্য কোনরকম পুরস্কার পয়েন্ট থাকবে না। আগামী ১ তারিখ থেকে কিছু ক্রেডিট কার্ডের নিয়ম প্রযোজ্য হবে এবং আরো কিছু ক্রেডিট কার্ডে এই নিয়ম প্রযোজ্য হবে ১৫ এপ্রিল থেকে।
আরও পড়ুন👉: ৩০,০০০ টাকা বেতনে সরাসরি চাকরির সুযোগ! কল্যাণীর NIBMG-তে কর্মী নিয়োগ চলছে
LPG গ্যাসের দামের পরিবর্তন
প্রতি মাসের প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। অনেকেই মনে করেছেন সামনে যেহেতু লোকসভা ভোট আসছে তাই সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন👉: Madhyamik Result 2024: মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়ো আপডেট! জেনে নিন এখনই
ট্যাক্স ব্যবস্থায় পরিবর্তন
১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে নির্ধারণ করা হয়েছিল যে সাত লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের জন্য কোন প্রকার কর প্রদান করতে হবে না। আগামী ১ এপ্রিল ২০২৪ তারিখ থেকে নতুন কর ব্যবস্থা ডিফল্ট কর ব্যবস্থায় পরিবর্তিত করা হবে। নতুন নিয়ম অনুসারে আপনি যদি এখনো পর্যন্ত কোনো রকম ট্যাক্স ফাইল করার পদ্ধতি নির্বাচন না করে থাকেন তাহলে আপনাকে নতুন কর ব্যবস্থার নিয়মে স্বয়ংক্রিয়ভাবে কর প্রদান করতে হবে।
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Big News: PhD ভর্তিতে এবার বিরাট পরিবর্তন! PhD ভর্তির নিয়ম নিয়ে বিজ্ঞপ্তি জারি UGC-র