Big News: PhD ভর্তিতে এবার বিরাট পরিবর্তন! PhD ভর্তির নিয়ম নিয়ে বিজ্ঞপ্তি জারি UGC-র
PhD Admission Rules by UGC: UGC (University Grants Commission)-এর তরফ থেকে বুধবার দিন প্রকাশিত হয় একটি বিজ্ঞপ্তি। উক্ত বিজ্ঞপ্তি অনুসারে, PhD ভর্তির ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটি এবং HEI দ্বারা প্রচারিত প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীরা নেট স্কোর (NET Score) ব্যবহার করতে পারবে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফ থেকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে PhD কোর্সে ভর্তির জন্য NET স্কোর ব্যবহার করা যাবে।
UGC সেক্রেটারি অধ্যাপক মনীশ আর জোশী জানান, PhD কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের জাতীয় প্রবেশিকা পরীক্ষায় সাহায্য করার উদ্দেশ্যে জাতীয় শিক্ষা নীতি ২০২০ (NEP 2020) অনুসারে জাতীয় যোগ্যতা পরীক্ষার (NET) বিধানগুলি পর্যালোচনা করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
চলতি বছর ১৩ মার্চ তারিখে কমিটির সুপারিশের ভিত্তিতে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে PhD কোর্সে ভর্তির জন্য মেধাবীরা NET স্কোর ব্যবহার করতে পারবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি বছর জুন মাসে অনুষ্ঠিত NET প্রার্থীদের ৩টি বিভাগে যোগ্য বলে বিবেচিত করা হবে। যথা-
বিভাগ-১:
- PhD কোর্সে ভর্তির ক্ষেত্রে উপযুক্ত এবং JRF আছে।
- সহকারী অধ্যাপক হিসাবে উপযুক্ত।
বিভাগ-২:
- PhD কোর্সে ভর্তির ক্ষেত্রে উপযুক্ত তবে JRF নেই।
- সহকারী অধ্যাপক হিসাবে উপযুক্ত।
বিভাগ-৩:
- শুধুমাত্র PhD কোর্সে ভর্তির ক্ষেত্রে উপযুক্ত।
- JRF বা সহকারী অধ্যাপক হিসাবে উপযুক্ত নয়।
আরও পড়ুন👉: Business Idea: ২,০০০ টাকা প্রতিদিন লাভ হবে এই ব্যবসা করে! বাড়িতে বসেই প্রচুর ইনকাম করতে পারবেন
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, PhD কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রয়োগ করার জন্য প্রার্থীদের প্রাপ্ত নম্বর NET স্কোর শতাংশে প্রকাশ করা হবে।
ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, যে সকল পরীক্ষার্থীরা ২ ও ৩ নম্বর বিভাগের যোগ্যতা নিয়ে উত্তির্ণ হবেন তাদের জন্য পরীক্ষার স্কোরের ৭০ শতাংশ এবং ইন্টারভিউয়ের জন্য ৩০ শতাংশ গুরুত্ব আরোপ হবে। NET নম্বর এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের উপর নির্ভর করেই PhD কোর্সে ভর্তি নেওয়া হবে। ২ এবং ৩ বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের NET পরীক্ষায় প্রাপ্ত নম্বর কেবলমাত্র ১ বছরের জন্য বৈধ থাকবে।
আরও পড়ুন👉: ১৮ লাখ টাকা পাবেন এই ৫ টাকার নোট থাকলে! পদ্ধতি জেনে নিন
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: SC/ST/OBC 2024: অনলাইনে এস সি, এস টি এবং ওবিসি সার্টিফিকেটের জন্য কী ভাবে আবেদন করবেন? রইলো পদ্ধতি