India Post Office Recruitment 2024: সরাসরি ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ চলছে! এই দিন পর্যন্তই আবেদন করতে পারবেন
India Post Office Recruitment 2024: বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (India Post Job Recruitment)। ভারতবর্ষের সকল রাজ্যের চাকরিপ্রার্থীরা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন এই চাকরিতে। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে দীর্ঘদিন পর একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে কর্মী নিয়োগ। যদিও ইতিমধ্যে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া।
পদের নাম (Name Of The Post):
ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে নির্বাহী বা এক্সিকিউটিভ পদে করা হবে কর্মী নিয়োগ।
আবেদন পদ্ধতি (Application Process):
ভারতীয় ডাক বিভাগে চাকরির জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://www.ippbonline.com-এ আবেদন লিংকে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে। তারপর লগইন করে আবেদন পত্রটি সম্পন্ন যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করার পর প্রয়োজনীয় নথি গুলি স্ট্যান্ড করে আপলোড করতে হবে। সব শেষে সাবমিট অপশনে ক্লিক করে আবেদন পত্রটি জমা করতে হবে।
প্রয়োজনীয় নথিসমূহ (Important Documents):
উক্ত চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে বেশ কিছু নথির প্রয়োজন। সেগুলি হল-
১. বয়সের প্রমাণপত্র অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড।
২. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৩. জাতিগত শংসাপত্র যদি থাকে তবে।
৪. আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৫. আধার কার্ড (Aadhaar Card), এবং ভোটার কার্ড (Voter Card) ইত্যাদি আরও প্রয়োজনীয় নথি।
আরও পড়ুন👉: UPI Transactions: বদলে গেলো UPI লেনদেনের নিয়ম! এই নিয়ম চালু করলো সরকার
নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):
উক্ত পদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করার পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার একাডেমিক স্কোর এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করেই করা হবে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো হবে পড়ুন।
বয়সের সময়সীমা (Age Limit):
উক্ত পদে আগ্রহী আবেদনকারী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির জন্য রয়েছে বয়সের ছাড়।
মাসিক বেতন (Monthly Salary):
ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগের পর তাদের প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন👉: ICDS অঙ্গনওয়াড়ি প্রচুর চাকরির সুযোগ! শীঘ্রই আবেদন করুন
আবেদন মূল্য (Application Fees):
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরি এবং OBC ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন বাবদ মূল্য ৭৫০ টাকা জমা করতে হবে। আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১৫০ জমা করতে হবে। আবেদন বাবদ ধার্য অর্থ Credit Card /Debit Card /Net Banking /UPI-এর মাধ্যমে জমা করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):
ভারতীয় ডাক বিভাগের সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের যে কোন সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে।
আরও পড়ুন👉: সরাসরি LIC-তে নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করে ফেলুন, রইলো পদ্ধতি (LIC Recruitment 2024)
আবেদনের সময়সীমা (Last Date Of Application):
সংশ্লিষ্ট পদের জন্য আগ্রহী চাকরি প্রার্থীরা ৪ এপ্রিল ২০২৪ অবধি আবেদন করতে পারবেন।
আরও পড়ুন👉: SSC: অবশেষে এসএসসি-র মাধ্যমে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি! শীঘ্রই আবেদন করুন
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: DA News: ফের DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের! কত টাকা বাড়বে? জেনে নিন