বিরাট বার্তা Jio, Airtel ও VI গ্রাহকদের জন্য! ১৫ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা
জালিয়াতকারীরা অনলাইনে প্রতারণার নতুন উপায় অবলম্বন করেছে এর মাধ্যমে ফোনে কল ফরওয়ার্ডিং করে সাধারণ মানুষের ক্ষতি করছে তারা। প্রতিনিয়ত এই নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে। এমনকি এই নিয়ে স্মার্ট ফোনে কল যাতে আর ফরওয়ার্ডিং (Forwarding) করা না হয় তার জন্য মানুষ আবেদন করছে। আর সেসব বিষয়ে মাথা রেখেই টেলিকম দপ্তরের তরফ থেকে নতুন পদক্ষেপ গ্রহণ করা হলো।
বর্তমানে আমাদের দেশের সবথেকে বড় টেলিকম সংস্থা হল জিও। তবে অন্যান্য টেলিকম সংস্থা গুলোর মধ্যে বেশ জনপ্রিয় তালিকায় রয়েছে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া। ডিপার্টমেন্ট অফ টেলিকম বা DoT দেশের এই টেলিকম সংস্থাগুলিকে কল ফরওয়ার্ডিং পরিষেবা বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে। সরকার জানিয়েছে আগামী ১৫ এপ্রিল থেকে কল ফরওয়ার্ডিং ফিচার বন্ধ করার জন্য।
কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভেট করার একটি নম্বর বা USSD কোড *401#, যার মাধ্যমে কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভেট করা হয়। এই নম্বরটি বন্ধ করার জন্য বলা হয়েছে। নতুন এই নির্দেশ চালু করা হবে আগামী ১৫ এপ্রিল থেকে। এই ধরনের USSD কোড ব্যবহার করে সাধারণত যাচাই বা IMEI নম্বর চেক করা হয়ে থাকে কিন্তু এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বর্তমানে অনলাইনে প্রতারণা করা হচ্ছে। যার ফলস্বরূপ নতুন এই সিদ্ধান্ত গ্রহণ।
কীভাবে কল ফরওয়ার্ডিং প্রতারণা করা হচ্ছে?
জালিয়াতকারীরা কাস্টমার সার্ভিস বা টেকনিক্যাল সাপোর্ট স্টাফ সেজে গ্রাহকদের কল করে এবং সিমের সমস্যা বা একাধিক অজুহাত দেখিয়ে তার সমাধান করার জন্য USSD কোড *401# ডায়াল করতে বলে। কোন গ্রাহক যদি এই কোডটি ডায়াল করে তাহলে তার সঙ্গে সঙ্গে তার ফোনে কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভেট হয়ে যায়। হাল স্বরূপ ইউজারদের ফোনে যতগুলি ফোন আসে তার সমস্ত তথ্য যায় প্রতারকদের কাছে। সাধারণ মানুষদের এইভাবে ঠকিয়ে জালিয়াতকারীরা একাধিক প্রতারণা করেছে।
আরও পড়ুন👉: ৯৬ হাজার ৭৩৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! বিস্তারিত জেনে নিন
একাধিক মানুষ জানা সত্ত্বেও জ্বালিয়াতকারীদের এই প্রতারণার শিকার হচ্ছে কারণ জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভিআই সংস্থার তরফ থেকে USSD কোড চালু রাখা আছে। ফলে এই সুযোগ ব্যবহার করছে জালিয়াতকারীরা। তবে এবার থেকে গ্রাহকরা যাতে এই সমস্যায় আর না পড়েন তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এরকম সংস্থাগুলিকে এই USSD কোড সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কীভাবে বাঁচবেন এই প্রতারণার হাত থেকে?
জালিয়াতকারীদের এই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য কয়েকটি উপায়ে রয়েছে সেগুলি অবলম্বন করলেই আপনি নিস্তার পাবেন।
আরও পড়ুন👉: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর বড় মন্তব্য! নিয়োগ নিয়ে কী বললেন তিনি?
আপনাকে মনে রাখতে হবে কোনো টেলিকম সংস্থা আপনাকে কখনোই *401# ডায়াল করতে বলবে না। তাই এরকম কোন কল মেসেজ যদি আসে যেখানে এই কোড ডায়াল করতে বলবে সেই বিষয়ে সাবধান হন ও এগুলি এড়িয়ে চলুন। টেলিকম দফতর এই ব্যাপারে স্পষ্ট জানিয়েছে যে একান্ত প্রয়োজন হলে এই কোডটি ডায়াল করতে পারেন তবে আপনার সেটিংসে গিয়ে চেক করে নেবেন আপনার কল ফরওয়ার্ডিং অপশন চালু হয়ে গিয়েছে কিনা।
আরও পড়ুন👉: Lakshmir Bhandar: আরও বেশি টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে! রইল আবেদন পদ্ধতি।
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরির সুযোগ! ! শীঘ্রই আবেদন করুন