রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর বড় মন্তব্য! নিয়োগ নিয়ে কী বললেন তিনি?
লোকসভা ভোটের পূর্বে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই শিক্ষক নিয়োগ নিয়ে এবার মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। একই সঙ্গে চাকরি নিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে নিয়েও কথা বললেন তিনি।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে, “৭ দিনে এসএলএসটিদের চাকরি দিতে প্রস্তুত রাজ্য।” একই সঙ্গে তিনি আরো জানান যে এই বিষয় নিয়ে বর্তমানে আদালতের আদেশের অপেক্ষায় রয়েছেন তিনি।
এর পূর্বে বহুবার শিক্ষক নিয়োগ নিয়ে মামলা সহ অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। সেসব দেখ মাথায় নিয়ে এবার সম্পূর্ণ সাবধানতা ও নিয়ম কানুন এর মধ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এর মধ্যে কোন সমস্যা যেন না হয় তার জন্য শিক্ষা মন্ত্রী এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে একাধিক জায়গায় বৈঠকও করছেন। তবে সমাধান এখনো নির্ণয় করা সম্ভব না হলেও তিনি জানিয়েছেন যে আদালতের নির্দেশ পেলে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে।
এই সম্পর্কে শিক্ষা মন্ত্রী জানান যে, “আমার মনে হয় আদালত খুব তাড়াতাড়ি রায় দিয়ে দেবে। জটও খুব তাড়াতাড়ি খুলে যাবে। প্রাইমারি জ্বর খুলে গিয়েছে, আমরা হেডমাস্টার নিয়োগ করতে যাচ্ছি। এস এল এস টির যে জট তা ভোটের পরে খুলে ফেলব। আদালতের নির্দেশের অপেক্ষায় আছি আমরা। নির্দেশ এলে অতি দ্রুততার সঙ্গে নিয়োগ দেওয়া হবে।”
আরও পড়ুন👉: Lakshmir Bhandar: আরও বেশি টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে! রইল আবেদন পদ্ধতি।
তিনি আরও বলেন যে, “এসএসসির সঙ্গে দীর্ঘ মিটিং করেছি। আদালত নির্দেশের পর আমরা সাত দিনের মধ্যে পারব। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগই দালাল আছেন। এরা কেউ যোগ্য নয় চাকরি পাওয়ার।”
বঞ্চিত এসএলএসটি-এর চাকরি প্রার্থীরা নিয়োগের দাবী জানিয়ে এখনও পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। এই নিয়োগ নিয়ে যদিও একাধিকবার বৈঠক হয়েছে আবার একাধিকবার তাদের প্রতিশ্রুতি দেওয়া হলেও নিয়োগ এখনও পর্যন্ত সম্পন্ন করা হয়নি।
আরও পড়ুন👉: Axis Bank Recruitment 2024: সরাসরি অ্যাক্সিস ব্যাংকে চাকরির সুযোগ নিজের জেলাতেই! এইভাবে আবেদন করুন
বেশ কিছুদিন পূর্বে চাকরিপ্রার্থীদের সঙ্গে বিকাশ ভবনে একটি বৈঠক সম্পন্ন করা হয়েছিল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এস এস সি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (Siddharth Majumder), কুনাল ঘোষ (Kunal Ghosh) এবং শিক্ষার সচিব মণীষ জৈন (Manish Jain)।
আরও পড়ুন👉: বিজেপি কী এবার ৪০০ পার করতে পারবে? বড় ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: বিশ্বের সেরা ধনী ব্যক্তিরা কে কত ঘণ্টা ঘুমান জানেন? আপনার ধারণা বদলে যাবে