SSC CHSL: ৫০০০ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি-র, এইভাবে আবেদন করুন
যারা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (SSC CHSL) পরীক্ষার জন্য বসে আছেন তাদের জন্য বিশেষ সুখবর। কারণ এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ১৮ থেকে ২৭ বছরের মধ্যে সকল যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
পদের নাম
এই চাকরির মাধ্যমে যেসব শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর পদে।
মোট শূন্য পদ
কম্বাইনড হায়ার সেকেন্ডারি লেভেলের এই পরীক্ষার মাধ্যমে মোট ৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন ফি
আবেদন ফি হিসেবে প্রার্থীদের ১০০ টাকা প্রদান করতে হবে তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী, মহিলা প্রার্থী ও প্রাক্তন সৈনিকদের কোনো প্রকার আবেদন ফি লাগবে না।
বয়সসীমা
এই চাকরি পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। প্রার্থী তাদের জন্য ৫ বছর ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৩ বছর ছাড় দেওয়া হয়েছে।
আবেদন প্রক্রিয়া
আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন (Online) মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in। নিজের ফোন নম্বর ওই ইমেইল আইডি দ্বারা লগইন করার পর এসএসসি সিএইচএসএল ২০২৪-এর লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর আবেদন ফরম সংগ্রহ করে সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা ভালোভাবে পূরণ করতে হবে। এর পরে নিজের প্রয়োজনীয় নথি কেন করে আপলোড করতে হবে সব শেষ আবেদন ফি প্রদান করে ফাইনাল সাবমিট করে আবেদনের কাজ শেষ করতে হবে।
আবেদন করার পর এর একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য।
আবেদনের শেষ তারিখ
এই আবেদনের কাজ চলবে ২ এপ্রিল থেকে আগামী ১ মে পর্যন্ত।
এছাড়াও আবেদনের ব্যাপারে আরো বিস্তারিত জানতে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in ফলো করুন।