এবার এই নতুন উপায়ে ব্যাঙ্কে টাকা জমা করা যাবে, জেনে নিন কীভাবে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

২০২৫ সাল থেকে ব্যাংকের যেসব নতুন নিয়ম চালু করা হবে সেই ব্যাপারে ৫ এপ্রিল বিস্তারিত জানানো হয়েছে। দেশের সবথেকে বৃহত্তম ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)-এর গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) এই ব্যাপারে জানিয়েছেন যে, Unified Payments Interface (UPI)-এর মাধ্যমে গ্রাহকদের টাকা জমার ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনা হবে। গ্রাহকদের সুবিধার কথা ভেবে এই পরিবর্তন নিয়ে আসা হয়েছে।

পরিবর্তিত এই সুবিধার মাধ্যমে UPI দ্বারা এটিএম মেশিনে নগদ অর্থ জমা করা যাবে। অর্থাৎ এখন যে মানুষ ইউপিআই ব্যবহার করে টাকা তুলতে পারছে নতুন নিয়ম অনুসারে এবার টাকা জমা করাও যাবে। তবে কিভাবে সেটা সম্ভব চলুন জেনে নেওয়া যাক।

UPI- এর মাধ্যমে টাকা জমা করবেন কীভাবে?

১) UPI মাধ্যমে নগদ টাকা জমা করার জন্য প্রথমে UPI ক্যাশ ডিপোজিট মেশিনে যেতে হবে।

২) এখানে গিয়ে ক্যাশ ডিপোজিট মেশিনের UPI বিভাগে ক্লিক করতে হবে।

৩) ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটি QR কোড প্রদর্শিত হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৪) নিজের মোবাইলের স্ক্যানার ওপেন করে তার সাহায্যে স্ক্রিনের QR কোডটি স্ক্যান করতে হবে।

৫) QR কোড স্ক্যান করা হয়ে গেলে আপনার সমস্ত বিবরণ স্ক্রিনে দেখা যাবে।

আরও পড়ুন👉: SBI Loan: গ্যারেন্টার ছাড়াই শুধু আধার কার্ডে ৯ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে SBI! কী ভাবে আবেদন করবেন?

৬) আপনি নগদ কত টাকা জমা করতে চান সেটি লিখতে হবে। আপনার লেখা বিবরণের সঙ্গে মেশিনটি নগদ অর্থ যাচাই করবে।

৭) যাচাই করার কাজ হয়ে গেলে আপনাকে নগদ অর্থ জমা করতে হবে।

রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তি দাস এই ব্যাপারে জানিয়েছেন যে, ইউপিআই পেমেন্টের সাহায্যে এর নতুন প্রক্রিয়াটি যদি চালু হয় তাহলে এর ফলে একাধিক সুবিধা হবে।

এক্ষেত্রে গ্রাহকদের একাধিক সুবিধার সঙ্গে সঙ্গে ব্যাংকগুলিও মুদ্রা পরিচালনাকে দক্ষ করে তুলবে। বলতে গেলে ইউপিআই (UPI) পরিচালিত নতুন এই ব্যবস্থা গ্রাহক ও ব্যাংক উভয়ের জন্য সুবিধা জনক।

আরও পড়ুন👉: ৫০,০০০ টাকার লোন পাবেন Aadhaar Card দিয়েই!পদ্ধতি জেনে নিন

Unified Payments Interface (UPI) অর্থাৎ ইউপিআই পেমেন্টের মাধ্যমে যে সব তৃতীয় পক্ষের অ্যাপগুলি রয়েছে সেগুলি অনুমোদিত হবে। এর ফলে এটি প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট অর্থাৎ PPI ওয়ালেটের সাহায্যে UPI পেমেন্ট করার সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও PPI-এর মাধ্যমে UPI পেমেন্টে চালু হলে এর জন্য TRAP অনুমোদন করা হবে। এই সরকারি সিকিউরিটিজ মার্কেটে রিটেইল ডায়রেক্ট স্কিমের অধীনে যোগদানের পরিমাণ যাতে আরো বাড়ে তার জন্য আরো একটি মোবাইল অ্যাপের ঘোষণা করবে আরবিআই (RBI)।

আরও পড়ুন👉: Big News: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন সামনে এলো! জেনে নিন এখনই

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: WB Weather Update: ১লা বৈশাখেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আগামী ৭দিন ধরে বৃষ্টি হবে এই জেলাগুলিতে