West Bengal Weather: ১লা বৈশাখ থেকেই তাপমাত্রা বৃদ্ধি হবে! তবে এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস
West Bengal Weather Update: বিগত কয়েক বছর তুলনায় এই বছর গরম অত্যাধিক পরিমাণে পড়বে। আবহাওয়াবিদরা এমনটা এমনটাই পূর্বাভাস দিয়েছেন। তবে এখন আবহাওয়া অনেকটা শান্ত থাকলেও ১৪৩১ বাংলা নববর্ষের প্রথম দিন থেকে তাপমাত্রা বাড়তে থাকবে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী ১ বৈশাখ গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে। তবে কলকাতা সহ দক্ষিণের একাধিক স্থানে আকাশ সারাটা দিন মেঘলা থাকবে। অন্যান্য দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়বে, তার সঙ্গে বাড়বে গরম।
আগামী পাঁচ দিনের মধ্যে একটু একটু করে উত্তরবঙ্গ সহ দক্ষিণ বঙ্গে তাপমাত্রা পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করবে। এই সময় উত্তরবঙ্গের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পরিমাণ ও দক্ষিণবঙ্গের ২ থেকে ৫ ডিগ্রি পরিমাণ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে থাকবে হাওয়ার দাপট। উত্তর পশ্চিমের শুকনো হাওয়া ক্রমশ বাড়বে। কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের পাঁচটি জেলায়। আপাতত ভাবে সেখানে তাপ প্রবাহের সতর্কতা নেই।
আরও পড়ুন👉: Make Money Online: এই ৯ উপায়ে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, রইলো বিস্তারিত
পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক পশ্চিমী হাওয়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়বে। তবে প্রবাহের সতর্কবার্তা এখনই নেই। আগামী পাঁচ দিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি মতো।
আজকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায় বজ্র বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা ছিল। এই বছরে তাপমাত্রা একেবারেই না বেড়ে ধীরে ধীরে বাড়বে।
সামনে পয়লা বৈশাখ বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা বেশি তবে মুর্শিদাবাদ, নদিয়া, ২৪ পরগনা ও বীরভূম জেলায় ঐদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।
আরও পড়ুন👉: এই ব্যাঙ্ককে ব্যান করে দিল RBI, গ্রাহকরা টাকা তুলতে না পারলে কী হবে?
বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও খুব কম তবে যদিও বা বৃষ্টি হয় তাহলে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় সম্ভাবনা রয়েছে।
আগামী শনিবার রয়েছে চৈত্র সংক্রান্তি। ঐদিন উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা সহ সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন👉: Eyes: ব্যাকটেরিয়ার কারণেই মানুষ দেখতে পায়! জানুন কীভাবে?
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: WBPSC: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরির সুযোগ! জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত