WBPSC: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরির সুযোগ! জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Fishery, Extension Officer, Assistant Physical Officer সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৮১ টি। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগ কারী সংস্থার নাম

West Bengal Public Service Commission-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম

Fishery, Extension Officer, Assistant Physical Officer, Fishery Supervisor সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্য পদ

সবগুলো পদ মিলিয়ে মোট ৮১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন👉: Jio-র এইসব রিচার্জ প্ল্যানে সারা বছরের চিন্তা শেষ; রোজ 2.5GB ডেটার সঙ্গে Prime, Hotstar ফ্রি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আবেদন পদ্ধতি

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in-এ।

আবেদনের শেষ তারিখ

আবেদনের কাজ শুরু হবে আগামী ১৬ এপ্রিল ২০২৪ তারিখ থেকে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়ের পর আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ হল আগামী ১৩ ই মে ২০২৪ তারিখ ০৩:০০ pm পর্যন্ত।

আরও পড়ুন👉: ১৬ টি সরকারি চাকরির প্রস্তাব খারিজ করে আজ IPS তৃপ্তি দেশ সেবার লক্ষ্যে কর্মরত

এছাড়াও আবেদনের ব্যাপারে বয়স সীমা, বেতন, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য একাধিক তথ্য জানতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন-এর মূল অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in ফলো করুন সেখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন👉: WBSSC: নবম-দশমে ২,০৮১ জন শিক্ষক নিয়োগে অনিয়ম! নিয়োগ দুর্নীতিতে ৩৬৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: Heat Wave: পশ্চিমবঙ্গের এই ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি! আপনার জেলাও আছে কি না দেখে নিন