Heat Wave: পশ্চিমবঙ্গের এই ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি! আপনার জেলাও আছে কি না দেখে নিন
Heat Wave in West Bengal: প্রবল তাপমাত্রার কারণে সকলের প্রাণ ওষ্ঠাগত। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ছুই ছুই। গত সোমবার পানাগড়ের তাপমাত্রা ইতিমধ্যেই ৪২° অতিক্রম করেছে। খুব শীঘ্রই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রীর কাছাকাছি পৌঁছে যাবে।
আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী বুধবার ও বৃহস্পতিবার ৮ টি জেলার উপর তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দুপুর বেলায় প্রচন্ড গরমের মধ্যে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। যদি কোন প্রয়োজন না হয় তাহলে একান্তই সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত বাইরে না বেরোনোই সবথেকে ভালো।
গতকাল অর্থাৎ সোমবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও অন্যান্য জায়গার তাপমাত্রা কোথাও ৪০ ডিগ্রি অতিক্রম করেছে আবার কোথাও ৪০ এর কাছাকাছি অবস্থান করছে। গতকাল মেদিনীপুরের তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি, আসানসোলের তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি, কলাইকুন্ডার তাপমাত্রা ছিল ৪০.০ ডিগ্রি, বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি, ব্যারাকপুরের তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি, বর্ধমানের তাপমাত্রা ছিল ৪০.০ ডিগ্রি, শ্রীনিকেতনে ছিল ৩৯.৪ ডিগ্রি, দমদমে ছিল ৩৯.৫ ডিগ্রি, মালদহে ছিল ৩৮.৬ ডিগ্রি, পুরুলিয়ায় ৩৯.৩ ডিগ্রি ও আলিপুরে ৩৮.৭ ডিগ্রি তাপমাত্রা ছিল।
আবার সামনে রয়েছে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। আগামী শুক্রবার থেকে প্রথম দফার ভোট শুরু হচ্ছে। ভোট নিয়ে প্রস্তুতি এখন জোর কদমে চলছে। তবে এবার ভোট যেহেতু একেবারে গরমের মধ্যে পড়ছে, তাই দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের সতর্কতার সঙ্গে সুষ্ঠুভাবে ভোট সম্পন্নের জন্য একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন👉: 7th Pay Commission: DA-এর পরে HRA! সরকারি কর্মীদের প্রচুর বেতন বৃদ্ধি! জেনে নিন বিস্তারিত
আগামী বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের যে ৮ জেলার উপর তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে সে জেলাগুলি হল দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে।
আগামী শুক্রবার দক্ষিণ বঙ্গের দশটি জেলার উপর তাপ প্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলা গুলিতে। তবে এই জেলাগুলি বাদে বাকি জেলাগুলিতে উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে।
আরও পড়ুন👉: LIC-এর এই স্কিমে ৮ লক্ষ টাকা পাবেন প্রতি মাসে মাত্র ১,৮০০ টাকা জমা করে, বিস্তারিত জেনে নিন
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: মোট 2.34 কোটি টাকা জরিমানা ১৮,০০০ জনেরও বেশি শিক্ষককে! কারণ জানলে অবাক হবেন