Online Earning: অনলাইনে বাড়িতে বসেই প্রচুর টাকা আয় করুন, পদ্ধতিগুলো জেনে নিন
বর্তমানে অনলাইনে একাধিক প্ল্যাটফর্মে কাজ করে বাড়িতে বসে অনেক টাকা পর্যন্ত রোজগার করা যায়। কিন্তু অনেকেই এই বিষয়ে জানেন না যে কিভাবে অনলাইন থেকে টাকা রোজগার (Online Earning) করতে হয়। সেইজন্য এই বিষয়টিতে অনেকেই এখনো পিছিয়ে রয়েছেন। আচ্ছা আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের জানাবো অনলাইনে কিভাবে টাকা ইনকাম করতে হয়।
এখন অনেকে বাড়িতে বসে একাধিক পণ্য বিক্রি করে ইনকাম করছে। আপনিও এই কাজটি করতে পারেন বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটের সঙ্গে অ্যাফিলিয়েট হয়ে। আপনার বিক্রি করা পণ্যের উপর যা কমিশন থাকবে তা হবে আপনার ইনকাম। এছাড়াও মোবাইল পেমেন্ট অ্যাপগুলিতে সাইনআপ করে টাকা রোজগার করা যায়। একাধিক ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে রয়েছে উল্লেখ করা হলো-
১) ফ্লিপকার্ট (Flipkart)
২) অ্যামাজন (Amazon)
৩) মিশো (Meesho)
এই অ্যাপগুলিতে ফোনের রিচার্জ সহ বিদ্যুতের বিল পেমেন্ট ও একাধিক লেনদেন করলে কিছু টাকা ক্যাশব্যাক পাওয়া যায়। আবার যারা একাধিক স্থানের ভিডিও বা খাবারের ভিডিও বানিয়ে টাকা উপার্জন করতে চান তারা গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস বা গুগল টাস্ক মেট অ্যাপ ব্যবহার করতে পারেন। আপনার ভিডিওর রিভিউ ভালো থাকলে এখান থেকে আপনি অনেক টাকা পাবেন। গুগল ওপিনিওন রিওয়ার্ডস / গুগল টাস্ক মেট ও রিচার্জ পেমেন্ট অ্যাপগুলি হল নিম্নরূপ-
আরও পড়ুন: Online Payment: বদলে গেল Google Pay, PhonePe-র নিয়ম! RBI-র নিয়মে অনেক ফায়দা হবে গ্রাহকদের
১) ফোনপে (PhonePe)
২) গুগল পে (Google Pay)
৩) পেটিএম (Paytm)
৩) মোবিকুইক (MobiKwik)
৫) ফ্রিচার্জ (Freecharge)
৬) অ্যামাজন পে (Amazon Pay)
এই অ্যাপগুলি ছাড়াও একাধিক ব্রাউজার (browser) রয়েছে যেগুলো ব্যবহার করে টাকা ইনকাম করা যায়। এই অ্যাপগুলিতে একাধিক কাজ দেওয়া থাকে যেগুলো করলে তবে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে এই ব্রাউজিং অ্যাপ ইন্সটল করার পূর্বে তা সঠিকভাবে যাচাই করে তবে ইন্সটল করুন। ইন্সটল করার সময় তার রিভিউ ভালোভাবে পড়ে নিয়ে তবে ইন্সটল করবেন। নিম্নে সেই ব্রাউজার অ্যাপ গুলির নাম উল্লেখ করা হলো-
আরও পড়ুন: UGC NET June 2024: শুরু হয়ে যাচ্ছে নেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া, পদ্ধতি সহ জেনেনিন বিস্তারিত
১) আপওয়ার্ক
২)ফাইভার
৩) ফ্রিল্যান্সিং অ্যাপ
৪) ইন্টার্নশালা
উপরোক্ত পদ্ধতি ছাড়াও আরো একাধিক পদ্ধতিতে অনলাইনে টাকা ইনকাম করা যায়। যারা ড্রয়িং করতে, মেক আপ করতে ফটো এডিটিং রাইটিং সহ একাধিক কাজ করতে ভালোবাসেন তারা এই কাজের মাধ্যমে দক্ষতা পরিচয় দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন। ইন্টার্নশালা এবং ফাইভারের মতো একাধিক অ্যাপ রয়েছে যেই অ্যাপে সঠিক দক্ষতার পরিচয় দিতে পারলে ভালো টাকা ইনকাম করা যায়।