উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ! বিস্তারিত জেনে নিন
ICMR-National Institute of Occupational Health Ahmedabad-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন্যতম ১২th পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন চলছে। মোট শূন্য পদ রয়েছে ৫ টি। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম
ICMR-National Institute of Occupational Health Ahmedabad-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম
যে দুটি পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-
১) Upper Division Clerk (UDC)
২) Lower Division Clerk (LDC)
মোট শূন্যপদ
উভয় পদ মিলিয়ে মোট ৫ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে। Upper Division Clerk (UDC) ১ টি ও Lower Division Clerk (LDC) পদের জন্য ৪ (4) একটি শূন্য পদ।
আরও পড়ুন👉: লক্ষী ভান্ডার অতীত! এবার ৩,০০০ টাকা করে পাবেন এই প্রকল্পের মাধ্যমে
বয়সসীমা
১৮ থেকে ২৭ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই চাকরির পদে আবেদন করতে পারবে।
বেতন
Upper Division Clerk (UDC) পদের জন্য যারা আবেদন করবে তাদের নিয়োগের পর মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। আবার Lower Division Clerk (LDC) পদে যেসব প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের মাসিক ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট www.niohrecruitment.org-এ।
আরও পড়ুন👉: SSC Eligible Candidates : ২০১৬-র যোগ্য প্রার্থীদের কী হবে? তারা কী আর চাকরি পাবে? রইল উত্তর
আবেদন ফি
আবেদন ফি হিসেবে প্রার্থীদের ১০০০ টাকা প্রদান করতে হবে। তবে SC/ST, PwD ও মহিলা ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা প্রদান করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
এই চাকরির পদে আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করার জন্য প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর স্কিল টেস্টের মাধ্যমে তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন👉: West Bengal SSC Recruitment Verdict: ১২% সুদ হিসেবে SSC-তে ভুয়ো চাকরি প্রাপকদের ঠিক কত টাকা ফেরাতে হবে?
শিক্ষাগত যোগ্যতা
Upper Division Clerk (UDC) এই পদের জন্য যারা আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করতে হবে। Lower Division Clerk (LDC) ওদের জন্য যারা আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ১২ th পাস করতে হবে।
আবেদনের শেষ তারিখ
এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১৮.০৪.২০২৪ তারিখ ১১:৫৯ PM পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Lok Sabha Election 2024: ভোটার কার্ড থাকলেও আপনি ভোট দিতে পারবেন না! কারণ জেনে নিন