এবার ১ মে থেকে এই সব ব্যাংকের ATM থেকে টাকা তুললেই দিতে হবে অতিরিক্ত মাশুল!
নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পরপরই দেশের প্রত্যেকটি ব্যাংক তাদের পরিষেবার নিয়ম পরিবর্তন করেছে। আগের তুলনায় সার্ভিস চার্জ বাড়িয়ে দেওয়া হচ্ছে। একটি ব্যাংকের সঙ্গে সঙ্গে একাধিক ব্যাংক সার্ভিস চার্জ বাড়িয়েছে।
এখানেই থেমে নয় আগামী ১ মে থেকে দেশের আরো কয়েকটি ব্যাংক একাধিক পরিবর্তন আসছে। সেই ব্যাংকগুলি হল আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank), ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ব্যাংকগুলিতে অতিরিক্ত শুল্ক বসানো হবে এবার থেকে। শুধু তাই নয় এর পাশাপাশি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে একাধিক নিয়ম পরিবর্তন করা হচ্ছে। এবার কোন ব্যাংকে কি পরিবর্তন আসতে চলেছে তা দেখে নেওয়া যাক-
এইচডিএফসি ব্যাঙ্ক
এইচডিএফসি ব্যাংক (HDFC Bank) প্রবীণ নাগরিকদের জন্য একটি নতুন ঘোষণা দিয়েছে। এই ব্যাংক স্পেশাল ফিক্সড ডিপোজিটের মেয়াদ বাড়াবে বলে ঘোষণা করেছে। এই বিনিয়োগ শুরু হয়েছিল ২০২০ সালের মে মাস থেকে। এই মেয়াদ বাড়িয়ে ১০ মে পর্যন্ত করা হয়েছে।
আইসিআইসিআই ব্যাঙ্ক
আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) নতুন অর্থ বর্ষ শুরু হওয়ার পর তাদের ব্যাংকের কিছু নিয়ম পরিবর্তন করেছে।
আরও পড়ুন: HS Result 2024 Link: প্রকাশ হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে চেক করবেন? রইল পদ্ধতি
এবার থেকে এই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে চার্জ বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে ডেবিট কার্ডের বার্ষিক ফি, চেক বুক ইস্যু, আইএমপিএস ট্রান্সফার, এসব গুলি বাড়ানো হয়েছে। যারা এবার থেকে আইসিআইসিআই ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করবে তার জন্য বার্ষিক ২০০ টাকা করে ফি দিতে হবে। তবে গ্রাম্য অঞ্চলের গ্রাহক যারা রয়েছে তাদের কিছুটা কম করা হয়েছে তাদের বার্ষিক ফি ৯৯ টাকা প্রদান করতে হবে। এর সঙ্গে সঙ্গে এই ব্যাংকের প্রথম ২৫টি পাতা ব্যবহারের জন্য কোনরকম চার্জ দিতে হবে না কিন্তু এরপরে প্রতি পাতার উপর ৪ টাকা করে চার্জ লাগবে। আর এগুলি ছাড়াও ডিডি বা পিও ক্যানসেল, ডুপ্লিকেট বা রিভ্যালিডেশনের জন্য গ্রাহকদের ১০০ টাকা করে চার্জ দিতে হবে।
যারা আইএমপিএস এর মাধ্যমে ১০০০ টাকা পর্যন্ত লেনদেনে করবে তার জন্য আড়াই টাকা করে চার্জ দিতে হবে।
১ হাজার টাকা থেকে বাড়িয়ে কেউ যদি ২৫০০০ টাকা পর্যন্ত লেনদেন করে তাহলে তার জন্য চার্জ দিতে হবে ৫ টাকা করে।
২৫০০০ টাকা থেকে কেউ যদি ৫,০০,০০০ টাকা পর্যন্ত আর্থিক লেনদেন করে তাহলে তার জন্য তাকে দিতে হবে ১৫ টাকা চার্জ।
আরও পড়ুন: Big News: মে মাসের এই দিন থেকে শুরু হবে কালবৈশাখী!
তবে কেউ যদি আইসিআইসিআই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করতে চায় তাহলে তার জন্য কোন রকম চার্জ দিতে হবে না। এছাড়াও ইন্টারেস্ট ও ব্যালেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে কোনরকম চার্জ লাগবে না। কিন্তু সই অ্যাটেস্টেড করার জন্য ১০০ টাকা দিতে হবে।
ইয়েস ব্যাঙ্ক
দেশের অন্যান্য ব্যাংকের মতোই ইয়েস ব্যাঙ্ক-ও সেভিং অ্যাকাউন্টের চার্জ বাড়াচ্ছে। এই নতুন ঘোষণা কার্যকর করা হবে আগামী ১ মে তারিখ থেকে।
এর সঙ্গে সঙ্গে একাধিক বিষয়ের উপর চার্জ বাড়িয়েছে ইয়েস ব্যাংক সেগুলি হল নিম্নরূপ-
এলিমেন্ট ডেবিট কার্ডের জন্য এবার থেকে চার্জ আরো বেশি দিতে হবে। প্রতি বছর এই চার্জের টাকা ২৯৯ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও এনগেজ ডেবিট কার্ড, এক্সপ্লোর ডেবিট কার্ড, রুপে ডেবিট কার্ড (কিসান অ্যাকাউন্ট)-র জন্য চার্জ বাড়িয়ে নতুন ভাবে তা নির্ধারণ করা হয়েছে, সেগুলি হল যথাক্রমে ৩৯৯ টাকা, ৫৯৯ টাকা, ১৪৯ টাকা।
এছাড়াও অন্যান্য ব্যাংকের এটিএম (ATM) ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটি নিয়ম চালু করা হয়েছে। ব্যাংকের প্রথম ৫টি লেনদেনের উপর কোন চার্জ ধার্য করা হবে না। কিন্তু এর পরে প্রতি লেনদেনের উপর ২১ টাকা করে চার্জ দিতে হবে। কেউ যদি নন-ফিন্যান্সিয়াল ট্রান্সজাকশন ব্যবহার করে তার জন্য ১০ টাকা করে লাগবে।
আরও পড়ুন👉: Home Loan: ২০ লাখ টাকার হোম লোন নিলে প্রতি মাসে কত EMI দিতে হবে? দেখে নিন হিসেব
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: SSC Recruitment 2024: ৩,৭১২ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ SSC-র, বেশি দিন নেই আবেদনের