SSC Recruitment 2024: ৩,৭১২ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ SSC-র, বেশি দিন নেই আবেদনের

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

যারা ভালো একটি চাকরির আশায় রয়েছেন তাদের জন্য তাদের জন্য বিশেষ সুখবর। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস শিক্ষকতা যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

পদের নাম

কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর
এই পদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্য পদ

এই চাকরিতে মোট শূন্য পদ রয়েছে ৩৭১২টি

মাসিক বেতন

যেসব প্রার্থীদের ক্লার্ক পদে নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে ১৯,৯৯০ টাকা করে এবং যেসব প্রার্থীদের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে তাদের ২৫ হাজার ৫০০ টাকা করে বেতন প্রদান করা হবে। এর সঙ্গে নিয়োগের পর কর্মীরা একাধিক ভাতা পাবে।

আরও পড়ুন👉: Madhyamik Result 2024: এই ভাবে দেখুন মাধ্যমিক রেজাল্ট ২০২৪, সরাসরি দেখতে পাবেন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আবেদন পদ্ধতি

এই চাকরি পদে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আবেদনের জন্য স্টাফ সিলেকশন কমিশনের মূল অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ যেতে হবে।

আবেদন ফি

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের ফি হিসেবে ১০০ টাকা প্রদান করতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে কোন প্রকার ফি দিতে হবে না।

আরও পড়ুন👉: Salary Hike: সুখবর সরকারি কর্মীদের জন্য! ডিএ-র পর বাড়ল আরও এই দু’টি ভাতা

শিক্ষাগত যোগ্যতা

এই চাকরির পদে আবেদন করতে হলে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে আবেদনকারীর ভালো টাইপিং স্পিড থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ

এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ৭ মে ২০২৪ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন👉 Madhyamik Result 2024: সরাসরি রোল নম্বর-জন্মতারিখ দিয়েই মাধ্যমিকের রেজাল্ট দেখুন! রইলো লিংক

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: LIC Policy: ১ কোটি টাকা পেতে পারেন LIC-র এই স্কিমে, কী ভাবে দেখে নিন