লিখিত পরীক্ষা ছাড়াই আয়কর দপ্তরে নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Income tax Department Recruitment 2024: Office of the Pr. Chief Commissioner of Income Tax (MP&CG)-এর তরফ থেকে Special Public Prosecutor (SPPs) পদে কর্মী নিয়োগ করা হবে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সহ ৭ বছরের কাজের অভিজ্ঞতায় এই চাকরির পদে নিয়োগ করা হবে। নিম্নে পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Office of the Pr. Chief Commissioner of Income Tax (MP&CG)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

Office of the Pr. Chief Commissioner of Income Tax (MP&CG)-এর তরফ থেকে Special Public Prosecutor (SPPs) পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই চাকরিতে (Special Public Prosecutor (SPPs) পদে) মোট শূন্য পদ রয়েছে ১ টি।

আরও পড়ুন👉: Rainfall: ঠিক কখন থেকে নামবে ঝমঝমিয়ে বৃষ্টি? আজ কোন কোন জেলা ভিজবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই চাকরির পদে আবেদন করতে হলে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ফরম পাওয়া যাবে www.incometaxindia.gov.in এই ওয়েবসাইটে। অথবা অফিসিয়াল নোটিশ থেকে আবেদনের ফ্রম ডাউনলোড করে প্রিন্ট করার পর নিজের উপযুক্ত তথ্য দ্বারা সেটি ভালভাবে পূরণ করতে হবে তারপর প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স তার সঙ্গে দিয়ে নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে।

নিয়োগের স্থান (Place of Employment)

এই চাকরির জন্য যাদের নির্বাচন করা হবে তাদের নিয়োগ করা হবে ভোপালের আয়কর দপ্তরে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই চাকরির পদে আবেদন করার জন্য প্রার্থীদের যোগ্যতা হিসেবে যেগুলি থাকতে হবে সেগুলো হলো নিম্নরূপ-

১) কোর্টে ওকালতি করার যোগ্যতা থাকতে হবে।

২) ক্রিমিনাল বিষয় সংক্রান্ত মামলায় অন্তত ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

সংশ্লিষ্ট পদে আবেদন করা যাবে আগামী ১০.০৫.২০২৪ তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন