Job News: সরাসরি রাজ্য বিমা কর্পোরেশনে নিয়োগ চলছে, কারা কী ভাবে আবেদন করবেন? জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

রাজ্য বিমা কর্পোরেশন (ESIC)-এর তরফ থেকে স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট নয়টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এক বছরের চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। তবে স্থায়ী কোন প্রার্থী যদি এক্ষেত্রে যোগদান করে তবে তার ক্ষেত্রে চুক্তি বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগ কারী প্রার্থীদের প্রতি মাসে বেতন ৬০,০০০ টাকা থেকে ১,০৬,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। এমনি এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

রাজ্য বিমা কর্পোরেশনের (Employees’ State Insurance Corporation) তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

রাজ্য বিমা কর্পোরেশনের (ESIC) তরফ থেকে স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

সবকটি পদ মিলিয়ে মোট ৯টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

এই চাকরির পথে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ৬৯ বছরের মধ্যে হতে হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বেতন (Salary)

পূর্ণ সময়ের জন্য যেসব প্রার্থীদের স্পেশালিস্ট পদে নিয়োগ করা হবে তাদের মাসিক ১,০৬,০০০ টাকা বেতন দেওয়া হবে এবং আংশিক সময়ের জন্য যেসব প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের মাসিক ৬০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই চাকরিতে সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য রাজ্য বীমা কর্পোরেশনের মূল অফিসিয়াল ওয়েবসাইট www.esic.nic.in দেখুন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

ইন্টারভিউয়ের মাধ্যমে এ চাকরির পদে কর্মী নিয়োগ করা হবে। যতদিন না পর্যন্ত শূন্যপদ পূরণ হয় ততদিন পর্যন্ত প্রতি শুক্রবার প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ এর সময় হলো  সকাল ৯ টা থেকে ৯.৩০-এর মধ্যে।

ইন্টারভিউয়ের ঠিকানা

এই চাকরির পদে যারা আবেদন করবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে গুয়াহাটির বেলতলায় ESIC-র সদর দফতরে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই চাকরির পদের আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সহ এমবিবিএস পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে ৩ বছরের অভিজ্ঞতা সহ পিজি ডিগ্রি করে রাখতে হবে অথবা প্রার্থীর ৫ বছরের অভিজ্ঞতার সঙ্গে আবেদনকারী প্রার্থীর পিজি ডিগ্রী কমপ্লিট করা থাকতে হবে।

এছাড়াও এই চাকরির ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানতে এর মূল অফিশিয়াল ওয়েবসাইট ফলো করুন।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন