Google Pay Loan: ১৫,০০০ টাকা পাবেন ঘরে বসেই! কী ভাবে পাবেন? জেনে নিন
(১/১০) Google Pay Loan: পৃথিবীর সর্বাধিক বিখ্যাত টেক কোম্পানি গুগল (Google) সবসময় চেষ্টা করেন তাদের গ্রাহকদের বিভিন্ন পরিষেবা দিতে। এই কারণেই সাধারণ মানুষের কথা মাথায় রেখে গুগলের পেমেন্ট অ্যাপ ‘Google pay’ – মানুষের ক্ষুদ্র চাহিদা মেটাতে স্যাশে ঋণ চালু করেছে।
(২/১০) যারা নতুন ব্যবসা করতে চান , বা ছোট ব্যবসায়ীরা কোনো রকম ঝামেলা ছাড়াই পেতে পারবেন ১৫,০০০ টাকার ঋণ (Loan)। এর সব থেকে বেশি সুবিধা হল এই ঋণ নিতে আপনাকে যেতে হবে না কোনো ব্যাংকে। এই ক্ষুদ্র লোনের নাম দিয়েছে sachet loan।
(৩/১০) এই উৎসবের সময় গুগলের এই নতুন পরিষেবা সাহায্য করবে অনেক মানুষকে। ব্যাংকে না গিয়ে বাড়ি বসে পাবেন ঋণের টাকা। আপনি প্রতি মাসে সল্প পরিমাণে টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন ঋণের টাকা।
(৪/১০) মধ্যবিত্ত মানুষ দের কথা মাথায় রেখে গুগল কোম্পানি নিয়ে এসেছে স্যাশে লোন। লোন সম্পর্কে জেনে নিন বিস্তারিত তথ্য।
(৫/১০) স্যাশে লোন: এই হল ক্ষুদ্র এবং আগে থেকে অনুমোদন পাপ্ত। এই লোনের সময়কাল ৭দিন থেকে বারো মাস পর্যন্ত। এই সমস্ত তথ্য উপলব্ধ আছে গুগল এক্স মিডিয়া হ্যান্ডেলে। গুগলের তরফ থেকে জানানো হয়েছে যে, “ আমরা প্রায়শই দেখেছি যে, প্রায়শই ছোট অঙ্কের এবং সহজ পরিশোধের বিক্ল্প খোঁজেন।”
(৬/১০) সেই প্রয়োজন মেটাতেই, Google Pay @DMIFinance-এর সঙ্গে sanchet Loan নিয়ে এসেছে। এই পরিষেবায় মিলবে ১৫,০০০ টাকা এবং এটি ১১১ টাকার সহজ কিস্তিতে পরিশোধ করা যায়।
(৭/১০) এই লোনটির দ্বারা বেশি সাহায্য পাবেন দৈনন্দিন ব্যবসায়ীরা। যাঁরা নিত্যদিন ব্যবসা করে তার পরিপেক্ষিতে নিত্য দিনের লোনের টাকা পরিশোধ করতে চান। এই লোনের (Google Pay Loan) পরিষেবা মিলবে ICICI, Kotak Mahindra, Federal, এবং HDFC ব্যাঙ্কে চুক্তির মাধ্যমে।
(৮/১০) কিভাবে পাবেন এই লোন: গুগল শুধু টায়ার ২ শহরে এই লোনের (Google Pay Loan) পরিষেবা উপলব্ধ আছে। জেনে কিভাবে এই লোনের পরিষেবা পাবেন?
(৯/১০) আপনাকে সবার আগে Google pay for business এই অ্যাপটি ইনস্টল করে অ্যাপটি ওপেন করুন। তারপর লোন সেকশনে গিয়ে অফার ট্যাবে ক্লিক করবেন। তারপর লোনের পরিমান লিখতে এগিয়ে যাবেন।
(১০/১০) তারপর ইউজারদের ল্যান্ডিং পার্টনারের সাইটে আপনাকে পুনরায় নির্দেশিত করা হবে। এরপর কেওয়াইসি সহ ইজি স্টেপ পূরণ করলেই আপনি যাবেন লোন।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ (Important Links)
👉 Aadhaar Card: আপনার আধার কার্ড দিয়ে জালিয়াতি হচ্ছে না তো! এক্ষুনি এই উপায়ে আধার ইতিহাস চেক করুন
👉 Petrol Diesel Price: দাম বদল জ্বালানির! জানুন আজকের পেট্রল, ডিজেলের দাম কত?
👉 Gold Price Today: একধাক্কায় সোনার অনেকটা দাম কমে গেল বুধবার, জেনে নিন আজকের বাজারদর
👉 SSC Recruitment: ৯ হাজার শূন্যপদে উচ্চপ্রাথমিকের প্রার্থীদের নিয়োগ শুরু করল এসএসসি
👉 Gold Price Today: ফের ছন্দপতন সোনার দামে! ধনতেরাসের আগে সোনা কেনার দারুণ সুযোগ