প্রতারকদের নতুন ফাঁদ QR Code, রেস্তরাঁ থেকে অনলাইন ক্যাব, বিপদ লুকিয়ে সর্বত্র! রইল বিপদ এড়ানোর উপায়
প্রতারণার জন্য জলিয়াতকারীরা সবসময়ই নতুন কোন পথ গ্রহণ করে থাকে। কয়েক মাস আগে লিংক-এর মাধ্যমে জালিয়াতকারীরা সাধারণ মানুষের টাকা লুটে নিচ্ছিল আর এখন কিউআর কোডকে (QR Code) তারা নিজেদের হাতিয়ার বানিয়েছে। যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যক্তিত্ব সবাই নিজেদের অজান্তে তাদের এই ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছে।
সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের (Arvind Kejriwal) কন্যা হর্ষিতা কেজরীওয়াল (Harshita Kejriwal) তার ব্যবহৃত একটি সোফা অনলাইনে বিক্রি করতে গিয়েছিলেন। আর এখান থেকেই তিনি প্রতারকদের ফাঁদে পা দেন। অনলাইনে সোফা কেনার জন্য এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন।
দাম দেওয়ার পূর্বে সেই ক্রেতা একটি স্ক্যান কোড পাঠান আর স্ক্যান করা মাত্রই তার একাউন্ট থেকে ৩৪ হাজার টাকা নিয়ে নেন জালিয়াতরা। আর দিল্লীতে এটি শুরু হওয়ার পর সমগ্র দেশে এখন জনপ্রিয় হয়ে গেছে জালিয়াত দের কাছে টাকা হাতানোর এটি নতুন একটি পন্থা।
তবে এই বিপদ থেকে নিজেকে বাঁচানোর উপায়ও আছে। এর জন্য আপনাকে কয়েকটি পন্থা অবলম্বন করতে হবে তাহলে জালিয়াতরা আর আপনার কোন ক্ষতি করতে পারবে না।
কিভাবে কিউআর কোড থেকে নিজের বিপদ এড়াবেন?
কিউ আর কোড (QR code) থেকে নিজেদের ভয়ানক বিপদ বেড়ানোর জন্য নিচের পদ্ধতি গুলো অবলম্বন করতে হবে-
১) নিজের ইউপিআই আইডি (UPI ID) ব্যাংক একাউন্টের যাবতীয় তথ্য বা otp কাউকে দেবেন না।
২) একটি কথা সবসময় মনে রাখবেন যেটি হল কিউআর কোড টাকা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় টাকার নেওয়ার জন্য নয়। এক্ষেত্রে কেউ যদি কিউআর কোড স্ক্যান করতে চায় তাহলে সে বিষয়টি এড়িয়ে যাবেন।
৩) টাকা পাঠানোর আগে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট ও যাবতীয় বিষয় সম্পর্কে নিশ্চিত হয় তবে টাকা পাঠান।
৪) যদি খুব প্রয়োজন না হয় তাহলে আপনার মোবাইল নম্বর দিয়ে টাকা পাঠাবেন না।
৫) কিউআর কোড স্ক্যান করার সময় যদি দেখেন যে সেটি সরাসরি অ্যাপ থেকে দেওয়া হচ্ছে না তবে এই বিষয়ে সাবধান হয়ে যান।