LPG Gas: এবার গ্যাস সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি দেবে সরকার! কবে থেকে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) LPG Gas: ২০২৪ সালের আসন্ন বাজেট একটু হলেও স্বস্তি দেবে সাধারণ মানুষকে। এই মুদ্রাস্ফীতির যুগে হতদরিদ্র পরিবারে খরচের পরিমাণ কমাতে কেন্দ্রীয় সরকার (Government of India) পিএম উজালা যোজনার (Pradhanmantri Ujjwala Yojana) অন্তর্ভুক্ত মানুষদের ভর্তুকির পরিমান বাড়িয়ে দিল। ২০২৩ সালের অক্টোবর মাসে উজ্জলা যোজনার (Pradhanmantri Ujjwala Yojana) অন্তর্ভুক্ত মানুষদের জন্য একটি দুর্দান্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার

(২/৬) LPG রান্নার গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) ভর্তুকির পরিমাণ ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছিল নরেন্দ্র মোদি সরকার। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে সরকারের তরফ থেকে কি এই ভর্তুকির পরিমাণ আরো বেশী করতে পারে কি? যদি এমনটা হয় তবে মহিলাদের ভর্তুকির পরিমাণ ৩০০ টাকা থেকে ৫০০ টাকা করাও হতে পারে।

(৩/৬) মুদ্রাস্ফীতির হার কমাতে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhanmantri Ujjwala Yojana) অন্তর্ভুক্ত ৯ কোটি মহিলাদের প্রতি রান্নার গ্যাস সিলিন্ডারে (Gas cylinder) ৩০০ টাকা ভর্তুকি প্রদান করছেন। উজ্জ্বলা প্রকল্পের আওতাভুক্ত মানুষরা বাজেট থেকে এই ভর্তুকির পরিমাণ বৃদ্ধি হওয়ার অনুমান করেছেন। তবে রান্নার গ্যাস সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি পেলে অবশ্যই মহিলারা উপকৃত হবেন।

(৪/৬) ২০২৩ সালের আগস্ট মাসে উজ্জ্বলা যোজনার (Pradhanmantri Ujjwala Yojana) অন্তর্ভুক্ত এলপিজি রান্নার সিলিন্ডারের মূল্য ২০০ টাকা কমিয়ে দেন। ৪ অক্টোবর উক্ত সুবিধাভগীদের ভর্তুকির পরিমাণ বাড়িয়ে ৩০০ টাকা করে দেওয়া হয়।

আরও পড়ুন: Make Money: প্রতিদিন ১ লাখ টাকা করে রোজগার করতে চান? রইল পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৬) কলকাতায় সাধারণ মানুষের জন্য ১৪.২ কেজির LPG Gas Cylinder-এর দাম ৯২৯ টাকা। উজ্জ্বলা যোজনার (Pradhanmantri Ujjwala Yojana) অন্তর্ভুক্ত মানুষরা যেহেতু ৩০০ টাকা ভর্তুকি পান তাই তাদের জন্য গ্যাস সিলিন্ডার দাম ৬২৯ টাকা। বর্তমানে দেশের ১০.৩৫ কোটি মানুষ উজ্জ্বলা যোজনার এই সুবিধা নিতে সক্ষম। উজ্জ্বলা যোজনায় আগামী ৩ বছরে ৭৫ লক্ষ বাড়িতে এই LPG Gas Cylinder দেওয়া হবে। তার ফলে উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত মোট সুবিধাভোগীর সংখ্যা হবে ১০.৩৫ কোটি

১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

২০২৪ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করতে চলেছেন। এরপরই গোটা দেশ জুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন। ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে সরকারের তরফ থেকে। নির্বাচনের কথা মাথায় রেখেই মহিলাদের জন্য ভর্তুকি বাড়াতে পারে সরকার।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন