Adani Net Worth: ধনীর তালিকায় বিশ্বের ১২ নম্বরে গৌতম আদানি! তাঁর সম্পদের পরিমাণ জানলে চমকে যাবেন
(১/৯) Gautam Adani Net Worth: Reliance Industries-এর কর্ণধার মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) ছাড়িয়ে ভারত তথা বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় এখন গৌতম আদানি (Gautam Adani)। Bloomberg Index থেকে তথ্যটি প্রকাশিত হয়েছে। Bloomberg-এর Global Billionaires Index-এ বর্তমানে গৌতম আদানি (Gautam Adani) রয়েছে শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ১২ নাম্বার স্থানে। মুকেশ আম্বানি রয়েছেন উক্ত তালিকায় ১৩ নাম্বার স্থানে।
(২/৯) গত ৫ জানুয়ারি অবধি গৌতম আদানির (Gautam Adani) মোট সম্পত্তির পরিমাণ ৯৭.৬ বিলিয়ন ডলার।মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৯৭ বিলিয়ন ডলার। এবারের অর্থবর্ষে ভারতবর্ষে সব থেকে আর্থিকভাবে লাভবান ব্যক্তি হলেন গৌতম আদানি (Gautam Adani) । এর পূর্বে জিন্দাল স্টিলের কর্নধার সাবিত্রী জিন্দাল ছিলেন আর্থিকভাবে সবথেকে বেশি লাভবান। তবে তাকে ছাড়িয়ে যান মুকেশ আম্বানি। এবারে ২০২৩-এ উক্ত জায়গায় পুনরায় ফিরে পেয়েছেন গৌতম আদানি।
(৩/৯) বর্তমানে আদানি গ্রুপের মালিক গৌতম আদানি (Gautam Adani) বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ১২ তম স্থানে আছেন। ভারত ও এশিয়ার সব থেকে ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন গৌতম আদানি (Gautam Adani) । আদানি গ্রুপের এক বছরে ইনকাম $13.3 বিলিয়ন ডলার। বিগত বছরে হিন্ডেনবার্গের অভিযোগের জন্য আদানি গ্রুপের উপার্জনে ঘাটতি দেখা যায়।
(৪/৯) আমেদাবাদের আদানি কোম্পানি, ভারতে একটি বড় ইনফ্রাস্ট্রাকচারাল কোম্পানি। ভারতের বৃহত্তম বেসরকারি বন্দরের মালিক এবং বিশ্বব্যাপী কয়লা ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আদানির প্রধান কোম্পানি ৩১ মার্চ $১৭ বিলিয়ন রাজস্ব প্রকাশ করেছে।
(৫/৯) ২০২৩ সালের জানুয়ারি মাসে নিউ ইয়র্ক-ভিত্তিক শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে স্টকের দামে কারচুপি ও হিসেবে গরমিলের অভিযোগ নিয়ে আসে। কিন্তু আদানি গ্রুপ এই অভিযোগকে সম্পূর্ন ভিত্তিহীন বলেন। এই অভিযোগের পর থেকে আদানি শেয়ারের দাম কমতে থাকে এবং প্রায় ৬০ শতাংশ অবধি মূল্য হ্রাস পায়। আদানি কোম্পানির সম্পদ প্রায় $৬৯ বিলিয়ন ডলার হ্রাস পায়।
(৬/৯) আদানি কোম্পানির সঙ্গে যুক্ত ছয়টি পাবলিকলি ট্রেড কোম্পানি থেকে উপার্জন করেন গৌতম আদানি। যে কোম্পানিগুলির প্রতিষ্ঠাতা গৌতম আদানি(Gautam Adani)।
(৭/৯) আদানি-হিন্ডেনবার্গ মামলায় গত বুধবার সুপ্রিম কোর্টের রায় দিয়েছে। বর্তমানে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি আদানি কোম্পানির মালিক গৌতম আদানি (Gautam Adani) । গত বছর হিন্ডেনবার্গের রিপোর্টটি সামনে আসার পর ব্যাপক ক্ষতির সম্মুখীন হন আদানি কোম্পানি।
(৮/৯) জানুয়ারিতে একবারে মোট সম্পত্তির প্রায় ৩৪ শতাংশ হারিয়ে ফেলেন আদানি গ্রুপের মালিক গৌতম আদানি (Gautam Adani) । যদিও বর্তমানে আবার আগের স্থান ফিরে পেয়েছেন তিনি।
(৯/৯) গত ৫ জানুয়ারি অনুসারে, আদানি গ্রুপের মালিক গৌতম আদানির (Gautam Adani) সর্বমোট সম্পদের পরিমাণ ৯৭.৬ বিলিয়ন ডলার। সর্বোচ্চ ধনী ব্যক্তিদের তালিকায় আদানির পরেই রয়েছেন মুকেশ আম্বানি। তার সর্বমোট সম্পত্তির পরিমাণ ৯৭ বিলিয়ন ডলার। এই অর্থবর্ষে ভারতের সর্বাধিক লাভবান ব্যক্তি হলেন গৌতম আদানি(Gautam Adani)।
আরও পড়ুন: Business Idea: প্রথম দিন থেকেই উপার্জন হবে! মাত্র ১০,০০০-এ শুরু করুন এইসব দুর্দান্ত ব্যবসা
আরও পড়ুন: Personal loan-Car Loan: পার্সোনাল লোন ও গাড়ির লোনের সুদ বাড়িয়ে দিল ব্যাঙ্ক! বেড়ে কত হল?