Google Pay: ঘরে বসেই ১৫,০০০ টাকা পাবেন গুগল পে থেকে! রইলো পদ্ধতি
Google Pay Loan: অনেক সময় আমাদের বড় কোন কাজ করার জন্য লোনের (Loan) প্রয়োজন হয়। তবে খুব সহজে পাওয়া যায় না এই লোন। তার জন্য অনেক ঝক্কি পোহাতে হয়। তবে সে চিন্তার দিন এখন শেষ কারণ গুগল থেকে আপনি খুব সহজেই লোনের সুবিধা পাবেন। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে google এই নতুন পরিষেবাটি চালু করেছে।
ক্ষুদ্র কোন ব্যবসা করার লক্ষ্যে বা অন্য কোন প্রয়োজনে যদি কেউ ১৫,০০০ টাকা ঋণ নিতে চান তাহলে খুব সহজেই এই ঋণ নিতে পারবেন এর জন্য আপনাকে কোন ব্যাংকে যেতে হবে না। sachet loan এর মাধ্যমে খুব সহজে আপনি এই সুবিধাটি পেয়ে যাবেন।
এই ঋণের টাকা পাওয়ার জন্য কোন ব্যাংকে যেতে হয় না, বাড়িতে বসেই পাওয়া যায় ঋণের টাকা। আর শোধ করা যায় মাসিক কিস্তির মাধ্যমে। সাধারণ মধ্যবিত্ত মানুষদের কথা ভেবেই গুগল (Google) এই লোনের প্রক্রিয়াটি চালু করেছে।
স্যাশে লোন কী? (About Google Pay Sachet Loan Loan)
স্যাশে লোন হল ক্ষুদ্র এবং অনুমোদন প্রাপ্ত লোন (Loan)। এর সময়কাল হল ৭ দিন থেকে ১২ মাস পর্যন্ত। এই লোনের ব্যাপারে গুগল যাবতীয় তথ্য আপলোড করেছে এক্স মিডিয়া হ্যান্ডেলে। গুগল (Google) জানিয়েছে যে, “আমরা প্রায়শই দেখেছি যে, প্রায়শই ছোট অঙ্কের এবং সহজ পরিশোধের বিক্ল্প খোঁজেন।”
আরও পড়ুন: Business Idea: বাড়িতে বসেই মহিলারা প্রচুর টাকা আয় করতে পারবেন, ৪ সহজ ব্যবসার আইডিয়া রইল
আর সাধারণ মানুষদের কথা ভেবেই তাদের চাহিদা মিটানোর জন্য Google Pay @DMIFinance-এর সঙ্গে Sachet Loan চালু করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ ১৫,০০০ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। এটি হলো সহজ প্রক্রিয়ার একটি দিন আর এরিন পরিশোধ করাও অত্যন্ত সহজ। ১১১ টাকার সহজ কিস্তিতে এই ঋণ পরিশোধ করা যায়।
আরও পড়ুন: Adani Net Worth: ধনীর তালিকায় বিশ্বের ১২ নম্বরে গৌতম আদানি! তাঁর সম্পদের পরিমাণ জানলে চমকে যাবেন
যারা ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন তারা এই ঋণের সুবিধা গ্রহণ করতে পারেন। এই লোনের (Google Pay Loan) পরিষেবা পাওয়া যায় ICICI, Kotak Mahindra, Federal, এবং HDFC ব্যাঙ্কে। চুক্তির মাধ্যমে এই ঋণ প্রদান করা হয়ে থাকে।
কীভাবে পাবেন এই লোন? (How to Get Google Pay Loan?)
এই লোনের সুবিধা পাওয়ার জন্য যা করতে হবে তার সম্পূর্ণ প্রসেস নিচে তুলে ধরা হলো-
- এর জন্য প্রথমে আপনাকে Google pay for business এই অ্যাপটি ইনস্টল করতে হবে।
- এরপর সেটি ওপেন করে লোন (Loan) সেকশনে যেতে হবে।
- সেখানে থাকা অফার ট্যাবে ক্লিক করে আপনি কত টাকা লোন নেবেন সেটা লিখতে হবে।
- এতে ইউজারদের ল্যান্ডিং পার্টনারের সাইটে আপনাকে পুনরায় নির্দেশিত করা হবে।
- সেখানে কেওয়াইসি সহ কয়েকটি সহজ স্টেপ পূরণ করলেই আপনি আপনার কাঙ্খিত লোন (Loan) পেয়ে যাবেন।