Personal loan-Car Loan: পার্সোনাল লোন ও গাড়ির লোনের সুদ বাড়িয়ে দিল ব্যাঙ্ক! বেড়ে কত হল?
(১/৭) Personal loan-Car Loan Rate Increased: নিরবে সুদের হার বৃদ্ধি করলো একাধিক ব্যাংক। ব্যক্তিগত ঋণ (Personal Loan) এবং গাড়ির লোনের (Car Loan) ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করা করেছে ব্যাংক। কোন কোন ব্যাংক কত হারে সুদের হার বৃদ্ধি করল? জেনে নিন বিস্তারিত।
(২/৭) ব্যাংকের তরফ থেকে ব্যক্তিগত ঋণ (Personal Loan) এবং গাড়ির ঋণের (Car Loan) ক্ষেত্রেই সুদের হার বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন ব্যাংক তাদের ‘মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট‘ (MLCR) বৃদ্ধি করেছে। এই জন্যই ব্যক্তিগত ঋণ (Personal Loan) এবং গাড়ির ঋণের (Car Loan) ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে সুদের হার। তার জন্য আপনাকে দিতে হতে পরে অতিরিক্ত EMI। তবে Home Loan-এর ক্ষেত্রে পরিবর্তন হয়নি সুদের হারের।
(৩/৭) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) উচ্চ ক্রেডিট স্কোর (Credit Score) যুক্ত গ্রাহকদের Car Loan-এর ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে ৮.৮৫ শতাংশ করেছে। এর পূর্বে গাড়ির ঋণের ক্ষেত্রে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। ভারতবর্ষের এই রাষ্ট্রায়ত ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, SBI গাড়ি লোন, NRI গাড়ি লোন এবং অ্যাসিওরড কার লোন স্কিমের জন্য সুদের হার ৮.৮৫ শতাংশ থেকে ৯.৮ শতাংশের অবধি বৃদ্ধি করা হয়েছে। Electric car-এর ক্ষেত্রে সুদের হার ৮.৭৫ শতাংশ থেকে ৯.৪৫ শতাংশ অবধি বৃদ্ধি করা হয়েছে।
(৪/৭) Car Loan এবং personal Loan-এর ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India)। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকে পূর্বে গাড়ির ঋণের ক্ষেত্রে সুদের হার ছিল ৮.৭৫ শতাংশ। যা বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ৯.১৫ শতাংশ।
(৫/৭) ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) ব্যাংকের পক্ষ থেকেও বৃদ্ধি করা হয়েছে গাড়ির ঋণের ক্ষেত্রে সুদের হার। ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) ব্যাংকে Car Loan-এর ক্ষেত্রে পূর্বে সুদের হার ছিল ৮.৭ শতাংশ। যা বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ৮.৮ শতাংশ। সঙ্গে উৎসবের সময় যে প্রসেসিং ফি তুলে দেওয়া হয়েছিল সেটি বর্তমানে পুনরায় লাঘব করা হয়েছে।
(৬/৭) ব্যক্তিগত লোনের (Personal Loan) এবং কার লোনের (Car Loan) ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কও (IDFC Fast Bank)। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে পূর্বে সুদের হার ছিল ১০.৪৯ শতাংশ। যা বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ১০.৭৫ শতাংশ।
(৭/৭) সুদের হার বৃদ্ধি করা হয়েছে কর্ণাটক ব্যাঙ্ক তরফ থেকেও। উক্ত ব্যাংকে পূর্বে সুদের হার ছিল ১৪.১১ শতাংশ। যা বর্তমানে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪.২১ শতাংশ।