Gold Price Today: দারুণ সুযোগ ক্রেতাদের জন্য! লক্ষ্মীবারেও বাড়লো না সোনার দাম
Glod Price Today Kolkata: একাধিক বিষয়ের ওপর ভিত্তি করেই ভারতীয় বাজারে সোনা ও রুপার দাম নির্ধারিত হয়। ভারতীয় মুদ্রা এবং ডলারের মূল্য, বিশ্ববাজারে সোনার চাহিদা এবং দেশীয় বাজারে সোনার চাহিদা ওপর ভিত্তি করেই নির্ধারিত হয় এদেশে সোনা ও রুপার দাম। যদিও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে করের হার বিভিন্ন হওয়ায় দামের পার্থক্য থেকেই যায়। তবে করোনা কালীন সময়ের পর থেকে সোনার উপর বিনিয়োগের হার বেশ বৃদ্ধি পেয়েছে। সেজন্য সোনার দামের (Gold Price) উত্থান পতনের ওপর নির্ভর করে অনেক কিছুই তবে বর্তমানকালে সোনার গহনা থেকে সোনার ধাতুর ওপর বিনিয়োগের হার সব থেকে বেশি।
বর্তমানে সোনালী ধাতুর ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির বাজারে গতকাল বুধবার কলকাতার সোনার দামের গতি ছিল স্থিতিশীল অবস্থায়। আজ বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দামের গতি স্থিতিশীল অবস্থায়। আজ কোনপ্রকার হেরফের হয়নি রুপোর দামের। আপনার জন্য আজকের দিনটি সোনার গহনা কেনার জন্য উপযুক্ত সময় কিনা সেটিই দেখে নিন আজকের প্রতিবেদনে।
আজ ১১ জানুয়ারী বৃহস্পতিবার কলকাতায় সোনার দাম (Gold Price Today Kolkata):
- ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) ৬,২৯৫ টাকা।
- ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) ৫,৭৭০ টাকা।
গতদিন ১০ জানুয়ারি বুধবার কলকাতায় সোনার দাম ছিল:
- ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬,২৯৫ টাকা।
- ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৭৭০ টাকা।
আরও পড়ুন: Make Money: প্রতিদিন ১ লাখ টাকা করে রোজগার করতে চান? রইল পদ্ধতি
অর্থাৎ আজ সোনার দামের কোনো প্রকার মূল্য বৃদ্ধি হয়নি। গতদিনের মতই একই অবস্থানে আছে আজকের সোনার দাম। আজ কলকাতায় সোনার দামের গতি স্থিতিশীল অবস্থায়।
আজ ১১ জানুয়ারি বৃহস্পতিবার কলকাতায় রুপোর দাম (Today Silver Price in Kolkata):
১ কিলোগ্রাম রুপোর দাম ৭৬,০০০ টাকা।
গতদিন ১০ জানুয়ারি বুধবার কলকাতায় রুপোর দাম ছিল(Yesterday Silver Price in Kolkata):
১ কিলোগ্রাম রুপোর দাম ছিল ৭৬,০০০ টাকা।
আজ কোন প্রকার মূল্য বৃদ্ধি হয়নি রূপোর দামের। অর্থাৎ আজ রুপোর দাম রয়েছে অপরিবর্তিত অবস্থায়।
আজ ১১ জানুয়ারি বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে সোনার দামের (Gold Price) গতি উর্দ্ধমুখী। গতদিন ১ ট্রয় আউন্স স্পট সোনার দাম ছিল ২০২৯.৪০ মার্কিন ডলার। আজ সেই দাম অল্প পরিমাণে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০৩০.৮০ মার্কিন ডলার। তবে এর কোন স্পষ্ট প্রভাব দেখা যায় নি দেশীয় বাজারে। কারণ আজ দেশীয় বাজারে সোনার দামের গতি রয়েছে স্থিতিশীল অবস্থায়।