৭০০০ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, কোন কোন দফতরে? জেনে নিন
(১/৬) রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে মন্ত্রিসভা কয়েক হাজার শূন্য পদে নিয়োগের অনুমোদন পেশ করল। প্রাপ্ত তথ্য অনুসারে, রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্যপদে অতিদ্রুত করা হবে নিয়োগ।
(২/৬) বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার আলোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর পূর্বে একটি আলোচনা সভায় নির্ধারিত হয় ১,০০০ চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার মন্ত্রিসভায় পুনরায় নির্ধারিত হয় গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির নিয়োগের সিদ্ধান্ত।
(৩/৬) গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির শূন্য পদে মোট ৭,২১৬ জনকে নিয়োগ করা হবে বলে অনুমোদন পেশ করা হয়। প্রাপ্ত তথ্য অনুসারে, গ্রাম পঞ্চায়েতের শূন্য পদে মোট ৬,৬৫২ জনকে নিয়োগ করা হবে। পঞ্চায়েত সমিতির শূন্য পদে মোট ৫৬৪ জনকে নিয়োগ করা হবে। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মিলিয়ে সর্বমোট ৭,২১৬ জন্য প্রার্থীকে নিয়োগ করা হবে। উক্ত চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি অতি দ্রুত নবান্ন থেকে প্রকাশ করা হবে।
(৪/৬) মন্ত্রী মানস ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ক্যাবিনেট বৈঠকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির শূন্য পদগুলিতে নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গ্রাম পঞ্চায়েত একাধিক স্তরে ৬,৬৫২ টি এবং পঞ্চায়েত সমিতির একাধিক স্তরে ৫৬৪ জন শূন্যপদ রয়েছে।
(৫/৬) নবান্ন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, রাজ্য পুলিশ কনস্টেবল পদে ১২,০০০ কর্মী নিয়োগ করা হবে। অতি দ্রুত এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বৃহস্পতিবার দিন আলোচনা সভার পর শশী পাঁজা বলেন, মেটিয়াবুরুজে একটি বড় টেক্সটাইল হাব তৈরির পরিকল্পনা চলছে।
(৬/৬) হাওড়ার জগদীশপুরে (MSMI অন্তর্ভুক্ত) ৩.৬ একর জায়গা জুড়ে গড়ে তোলা হবে হোসিয়ারি পার্ক। সেখানে নতুন ১৫ টি শিল্প সংস্থার আগমন ঘটবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ১০ একর জায়গা জুড়ে একটি সিমেন্ট কারখানার গড়ে তোলা হবে।