মাধ্যমিক পাশেই পোস্ট অফিসে চাকরির সুযোগ, রইল আবেদন পদ্ধতি সহ বিস্তারিত (India Post Office Recruitment 2024)
Post Office Recruitment 2024: ডাক বিভাগের তরফ থেকে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ( India Post Recruitment 2024)। ডাক বিভাগে গ্রুপ সি লেভেলের পদে একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে কর্মী। যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি ভালো চাকরির সন্ধান করছেন তাদের জন্য ডাক বিভাগ নিয়ে এলো একটি সুখবর। আপনি যদি ভারতীয় ডাক বিভাগে কাজ করতে আগ্রহী থাকেন তবে করতে পারেন আবেদন।
নিয়োগকারী সংস্থা (Department of Recruitment):
ভারতীয় ডাক বিভাগ (Department of Indian Post Office)-এর পক্ষ থেকে করা হবে নিয়োগ।
পদের নাম (Name of the Post):
ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে (Post Office Recruitment 2024) গ্রুপ সি (Group-C) লেভেলের পদে করা হবে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা ( Post Office Recruitment 2024 Education Qualification):
উক্ত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।
প্রার্থীর বয়সসীমা ( Post Office Recruitment 2024 Age Limit):
আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন (Monthly Salary):
উক্ত পদে যে সমস্ত কর্মীদের নিয়োগ করা হবে তাদের মাসের সর্বনিম্ন ১৯,৯০০ টাকা থেকে বেতন শুরু হবে।
আবেদন পদ্ধতি (How to Apply Post Office Recruitment 2024):
আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১. আবেদন করার জন্য প্রথমে আপনাকে নির্ধারিত ওয়েবসাইট (https://www.indiapost.gov.in) থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে।
২. আপনার সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করুন।
৩. ফর্মে আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে ফর্মে একটি স্বাক্ষর (Signature) করুন।
৪. শেষে আপনার সমস্ত নথিপত্র সমেত ফর্মটি একটি খামের ভিতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিন।
আবেদনের সময়সীমা (Last Date of Application):
আবেদনের শেষ তারিখ ১৬/০২/২০২৪।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 ৭৫০০ টাকা পেয়ে যাবেন UPI লেনদেনে! এভাবে নিন ফায়দা
👉 RBI New Rules: বদলে গেলো টাকা তোলার নিয়ম! এই পদ্ধতিতে আর টাকা তোলা হবে না
👉 Online Business Idea: মোটা উপার্জন করুন অনলাইনে এইসব ব্যবসা করে, মাত্র ৩০০০ টাকা দিয়ে শুরু করুন