Electric Bill: AC চলুক বা গিজার, বিদ‍্যুতের বিল অনেক কম আসবে! শুধু করতে হবে এই ছোট্ট কাজ

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৫) বাড়ির ইলেক্ট্রিক বিলের (Electric Bill) পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার মাস শেষে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইলেক্ট্রিক বিল? তবে আপনি চাইলেই কমিয়ে ফেলতে পারেন এই বিদ্যুতের বিল (Electric Bill)। তার জন্য আপনাকে একটি সহজ কাজ করতে হবে।

(২/৫) অতিরিক্ত ইলেক্ট্রিক বিল (Electric Bill) সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। অনেকই ভাবছেন কিভাবে কম করবেন এই বিদ্যুতের বিল? গরমের মরশুমে এসি (AC) চালানোর জন্য যেমন অতিরিক্ত বিল আসে তেমনই শীতে গিজার (Geyser) বা হিটারের (Heater)ব্যবহারের ফলে বৃদ্ধি পায় বিদ্যুতের বিল (Electric Bill)।

(৩/৫) তবে আপনি একটি ক্ষুদ্র ডিভাইস ব্যবহার করে এই বিলের পরিমাণ কমাতে পারেন। উক্ত ডিভাইসটির ব্যবহার যেমন সহজ তেমনই এটি আপনার বিদ্যুতের বিল (Electric Bill) ৪০ শতাংশ অবধি কমিয়ে দেবে। সুবিধা প্রদান কারি উক্ত ডিভাইসটির নাম ইলেক্ট্রিসিটি সেভার বা পাওয়ার সেভার। উক্ত ডিভাইসটি দেখতে অনেকটা লাল রঙের

(৪/৫) আপনি এই ডিভাইসটি বাড়িতে, কারখানা, অফিস অন্যত্র নানা স্থানে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ইলেক্ট্রিসিটি সেভার যন্ত্রটি প্রত্যহ ১৫ কিলোওয়াট অবধি বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণ করতে সক্ষম।

আরও পড়ুন: ৩০০০ টাকা প্রতি মাসে মিলবে কেন্দ্র সরকারের প্রকল্পে! এভাবে করুন আবেদন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৫) রতন চৌধুরী নামক একজন স্টল অপারেটর বলেন, এই যন্ত্রাংশটি ব্যবহার করে আপনি মাসে বিদ্যুৎ বিল (Electric Bill) বাবদ অনেক অর্থ খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন। ইলেক্ট্রিসিটি সেভার যন্ত্রটি বাড়িতে ব্যবহারের অত্যন্ত উপযোগী। এই ডিভাইসটি ব্যবহার করে আপনি সহজেই অতিরিক্ত বিদ্যুৎ বিল (Electric Bill) থেকে রেহাই পাবেন। তবে এই যন্ত্রটি বাণিজ্যিক উদ্দ্যেশেও ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: আরও পড়ুন: OTP ছাড়াই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! বাঁচার উপায় দিল সরকার

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন